Studypress News
টেক্সাসে শক্তিশালী ঝড় হার্ভে
04 Sep 2017

যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যে গত ৫০ বছরের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ঝড় হার্ভে। ১লা সেপ্টেম্বর স্থানীয় সময় শুক্রবার রাতে টেক্সাসে আঘাত হানা ৪ ক্যাটাগরির হারিকেন হার্ভের প্রভাবে প্রবল বৃষ্টিপাত এবং ভয়াবহ বন্যা হয়েছে। প্রাণহানি হয়েছে ৮৩ জনের।
যুক্তরাষ্ট্রের তেল ও গ্যাস শিল্পের প্রাণকেন্দ্র টেক্সাসে ঘণ্টায় ২০৯ কিলোমিটার বেগে হারিকেন হার্ভে বয়ে গেছে। যা ১৯৬১ সালের পর এই রাজ্যের সবচেয়ে শক্তিশালী ঝড়।
প্রলয়ংকারী এই ঝড়ে ঘরের ছাদ উড়ে গেছে, গাছপালা উপড়ে গেছে, প্লাবিত হয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট ভেঙে গেছে, গ্যাস ও তেল উত্তোলনে চরম ব্যাঘাত হয়েছে, পাম্প স্টেশনগুলোতে তেলের মূল্য বেড়েছে, কয়েক লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার টেক্সাসে মধ্যে ২০ ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই ঝড়ে আনুমানিক ৭০ বিলিয়ন মার্কিন ডলারের সম পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে টেক্সাস কর্তৃপক্ষ।
Important News

Highlight of the week
