Studypress News
মেক্সিকোতে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
19 Sep 2017

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ১৯ই সেপ্টেম্বর মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে আঘাত হানা ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিলো রাজধানী মেক্সিকো সিটি থেকে ১২০ কিলোমিটার দূরের পুয়েবলা রাজ্যের অ্যাটেনসিনগোয়।
ভূমিকম্পের জেরে বিপর্যস্ত রাজধানীসহ পুয়েবলা ও মোরেলস রাজ্য। বেশ কয়েকটি বহুতল ভবন ধসে পড়েছে রাজ্যগুলোতে। মেক্সিকো সিটিতেই ধসে পড়েছে ২৭টি বহুতল ভবন। মৃতের সংখ্যা পৌঁছেছে আড়ইশোতে। আহত হয়েছেন আরো কয়েক শত। নিখোঁজ রয়েছেন অনেকেই। ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দেশটির রাজধানী মেক্সিকো সিটিসহ পুয়েবলা ও মোরেলস রাজ্যে।
বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়ায় অন্ধকারে রয়েছেন, প্রায় ৩৮ লাখ মানুষ। বন্ধ আছে মোবাইল সংযোগও। ধূলিসাৎ হয়েছে অনেক দোকানপাট।
উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিতো বলেছেন, ধ্বংসস্তুপের নিচে আটকে পড়াদের উদ্ধার করাই হবে মূল কাজ।
Important News

Highlight of the week
