Studypress News
গত দুই মাসে রেমিটেন্স বেড়েছে প্রায় ১৬%
15 Sep 2017
প্রবাসীদের বৈদেশিক মুদ্রা পাঠানোর প্রবাহ বাড়ছে; চলতি অর্থবছরের প্রথম দুই মাসে আগের একই সময়ের চেয়ে রেমিটেন্স প্রবাহ ১৬ শতাংশ বেড়েছে।
এই রেমিটেন্স গত ১৩ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০১৫-১৬ অর্থবছরের শেষ মাস জুনে ১৪৬ কোটি ডলার রেমিটেন্স আসে, যা ছিল ওই অর্থবছরের একক মাসের হিসাবে সর্বোচ্চ।
আগের মাস জুলাইতে ১১১ কোটি ৫৬ লাখ ডলার রেমিটেন্স এসেছিল, যা ছিল গত বছরের জুলাইয়ের চেয়ে ১১ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের রেমিটেন্স সংক্রান্ত হালনাগাদ তথ্য পর্যালোচনা করে দেখা যায়, চলতি ২০১৭-১৮ অর্থবছরের দ্বিতীয় মাস অগাস্টে ব্যাংকিং চ্যানেলে ১৪১ কোটি ৮৬ লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা।
গত অর্থবছরের একই মাসে যা ছিল ১১৮ কোটি ৩৬ লাখ ডলার।