Studypress News
জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ তিনগুণ করার সিদ্ধান্ত সংসদে ।
15 Sep 2017

জমি অধিগ্রহণের ক্ষেত্রে ক্ষতিপূরণের পরিমাণ বর্তমান দেড়গুণ থেকে বাড়িয়ে তিনগুণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন-২০১৬ এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়ার মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জমির ক্ষতিপূরণ দেড়গুণের মধ্যে আছে, সেটা হয়ে যাবে তিনগুণ। অধিগ্রহণ করা জমির মূল দাম যদি এক কোটি টাকা হয়, (নতুন আইন অনুযায়ী) এর সাথে আরও ২০০ ভাগ যুক্ত হয়ে ৩ কোটি টাকা (ক্ষতিপূরণ পাবে মালিক) হবে। অর্থাৎ মূল মূল্যের তিনগুণ।
মূল দাম নির্ণয়ের ক্ষেত্রে প্রচলিত আইন হল বিগত বছরের ১২ মাসের জমি (একই মৌজায় একই শ্রেণির জমি) কেনাবেচার দলিলের (বিক্রিত জমির দামের) অ্যাভারেজ (গড়)।’
Important News

Highlight of the week
