Studypress News
পরিবেশ দূষণে বছরে মারা যাচ্ছে ১৭ লাখ শিশু: ডব্লিউএইচও
15 Sep 2017

বিশ্ব জুড়ে প্রতি বছর পরিবেশ দূষণজনিত কারণে পাঁচ বছরের কম বয়সী প্রায় ১৭ লাখ শিশুর মৃত্যু হয় বলে নতুন এক প্রতিবেদনে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। অর্থাৎ, প্রতি চার শিশুর মধ্যে মারা যায় একজন।
প্রতিবেদনে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর প্রথম যে পাঁচটি কারণের কথা বলা হয়েছে তা হল:
১.শ্বাসনালীতে সংক্রমণ: প্রায় ৫ লাখ ৭০ হাজার শিশু ঘরের ভেতর ও বাইরে বায়ু দূষণ এবং পরোক্ষ ধূমপানের কারণে এ রোগে ভুগে মারা যায়।
২. ডাইরিয়া: প্রায় ৩ লাখ ৬১ হাজার শিশু বিশুদ্ধ পানি, পয়োঃনিষ্কাশন ব্যবস্থার অভাব এবং পরিষ্কার-পরিচ্ছন না থাকার কারণে ডাইরিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়।
৩. জন্মের প্রথম এক মাসের মধ্যে মৃত্যু: পরিবেশ দূষণ জনিত কারণে প্রায় ২ লাখ ৭০ হাজার শিশু জন্মের প্রথম এক মাসের মধ্যে মারা যায়।
৪.ম্যালেরিয়া: বিশ্বে প্রতিবছর প্রায় দুই লাখ শিশু ম্যালেরিয়ায় ভুগে মারা যায়।
৫. অনিচ্ছাকৃত দুর্ঘটনায় মৃত্যু: বিশ্বে প্রতি বছর দুই লাখ শিশু বিষক্রিয়ায়, পড়ে গিয়ে বা পানিতে ডুবে মারা যায়।
Important News

Highlight of the week
