Studypress News
ব্রাজিলকে পিছনে ফেলে শীর্ষে উঠে আসল জার্মানি
15 Sep 2017

ব্রাজিলকে টপকে আবারও ফিফা র্যাংকিয়ের শীর্ষে উঠেছে জার্মানি। বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের সাথে জিতলেও কলম্বিয়ার সাথে ড্র করায় এক ধাপ নেমে গেছে ব্রাজিল। আগের মাসে দুই নম্বরে থাকা জার্মানি চেক রিপাবলিক ও নরওয়েকে হারিয়ে আবার শীর্ষ স্থানে ফিরেছে।
কোনো ম্যাচ না খেললেও এবার সাত ধাপ নেমে গেছে বাংলাদেশ। র্যাংকিংয়ে অবস্থান এখন ১৯৬ নম্বরে। বাংলাদেশের পড়ে আছে মাত্র দশটি দেশ। এর মধ্যে অবশ্য শ্রীলংকা ও পাকিস্তানও রয়েছে। আর ভারতের অবস্থান ১০৭ এ।
Important News

Highlight of the week
