Studypress News

২০২৪ সালের অলিম্পিক হবে প্যারিসে আর ২০২৮ সালে অনুষ্ঠিত হবে লস এঞ্জেলস এ

15 Sep 2017

ফ্রান্সের রাজধানী প্যারিসে বসছে ২০২৪ সালের অলিম্পিক আসর। এর পরের আসর ২০২৮ সালে অলিম্পিক হবে যুক্তরাস্ট্রের লস অ্যাঞ্জেলেসে।

১৯২৪ সালে সবশেষ অলিম্পিক আয়োজন করেছিলো ফ্রান্সের প্যারিস। সেটি ছিলো অলিম্পিকের অষ্টম আসর। পক্ষান্তরে, তৃতীয় বারের মতো অলিম্পিকের আয়োজক হবে লস অ্যাঞ্জেলেস।

গ্রেটেস্ট শো অন আর্থ নামে খ্যাত অলিম্পিক প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত হয়। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞের এ আসরের আভায় রঙিন হয়ে যায় গোটা বিশ্ব। তাই একটি শেষ হলেও রেশ কাটে না মহা আয়োজনের। এদিক দিয়ে এক দেশ অপর দেশকে ছাড়িয়ে যাওয়ার নেশায় মত্ত হয়।

১৯৮৪ সালে সবশেষ আয়োজক হয়েছিলো যুক্তরাস্ট্রের শহর লস অ্যাঞ্জেলেস। ১৯৮৪ সালে সবশেষ আয়োজক হয়েছিলো যুক্তরাস্ট্রের শহরটি। প্রথমবার ১৯৩২ সালে দশম আসর হয় লস অ্যাঞ্জেলেসে।