Studypress News
বিভিন্ন ব্যাংকে " সাধারণ কর্মকর্তা "পদে প্রায় ৩৪৬৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি
29 Aug 2017
নিয়োগ বিজ্ঞপ্তি
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভূক্ত সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ
ডেভেলপমেন্ট ব্যাংক লিঃ, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ(আইসিবি) এ ‘কর্মকর্তা(সাধারণ)' এর (ব্যাংক/আৰ্থিক প্রতিষ্ঠানসমূহের অর্গানোগ্রামে যে নামেই উল্লেখ থাকুক) যথাক্রমে ৩৬৩, ১৯০, ৬৯৯, ১৮, ১৭২২, ৪৫৫ ও ১৬টিসহ মোট ৩৪৬৩ (তিন হাজার চারশত তেষট্টি)টি শূন্য পদে(কম/বেশি হতে পারে) নিয়ােগের নিমিত্তে প্যানেল প্রস্তুতির জন্য নিম্নবর্ণিত শর্তাধীনে বাংলাদেশী নাগরিকদের নিকট হতে Online এ দরখাস্ত আহবান করা যাচ্ছেঃ