Studypress News
৩ বছরে ৫০০ কোটি ডলার দেবে ADB
16 Nov 2015
আগামী তিন বছরে বাংলাদেশে ৫০০ কোটি ডলার অর্থায়নের কথা জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
ঢাকা সফর শেষে ১৫/১১/২০১৫ তারিখ রোববার এক সংবাদ সম্মেলনে সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট ওয়েনচাই ঝাং এ তথ্য জানান।
“বাংলাদেশে এডিবির অর্থায়ন তো বাড়ছে। আগামী তিন বছরের বিজনেস প্ল্যান ঠিক করা হয়েছে। সেই পরিকল্পনা অনুযায়ী, তিন বছরে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এডিবি।”
গত তিন অর্থবছরে ম্যানিলাভিত্তিক এই অর্থায়নকারী প্রতিষ্ঠান বাংলাদেশে মোট ৩০০ কোটি ডলার অর্থায়ন করেছে। চলতি ২০১৫-১৬ অর্থবছরে দিচ্ছে ১২০ কোটি ডলার।
বাংলাদেশ উন্নয়ন ফোরামের (বিডিএফ) বৈঠকে যোগ দিতে ঢাকায় আসা ঝাং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক করেন।
সংবাদ সম্মেলনে এডিবির ঊর্ধ্বতন এই কর্মকর্তা বাংলাদেশের উন্নয়নের ব্যাপক প্রশংসাও করেন।
তিনি বলেন, ৪২ বছর ধরে এডিবি বাংলাদেশের সঙ্গে কাজ করছে। এতদিনে এডিবির অর্থায়নে যেসব প্রকল্প বাস্তবায়ন হয়েছে বা হচ্ছে, তাতে তারা সন্তুষ্ট।
বাংলাদেশে ওয়েনচাই ঝাংয়ের এটা দ্বিতীয় সফর করছে। এর আগে ২০১৪ সালের নভেম্বর তিনি এসেছিলেন।