Studypress News

৩৮ তম বিসিএস প্রস্তুতিঃ কম্পিউটারের ইতিহাস

05 Aug 2017

* কম্পিউটারের- বুদ্ধি বিবেচনা নেই। [২৩তম বিসিএস]

* কম্পিউটার আবিষ্কার করেন- হাওয়ার্ড এইকিন। [২০তম বিসিএস]

* কম্পিউটার একটি- হিসাবকারী যন্ত্র।

* প্রথম কম্পিউটার প্রোগ্রামার- অ্যাডা অগাস্টা।

* বিশ্বের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটার- ENIAC.

* IBM মাইক্রোকম্পিউটার বাজারে ছাড়ে- ১৯৮১ সালে।

* বিশ্বের প্রথম ল্যাপটপের নকশা করেন- বিল মোগরিজ।

* Computer Generation বা প্রজন্ম বলতে বোঝায়- প্রযুক্তিগত বিবর্তনকে।

* আধুনিক কম্পিউটারের জনক বলা হয়- জন ভন নিউম্যানকে।

* আধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে- ইন্ট্রিগ্রেটেড সার্কিট।

* কম্পিউটার সফটওয়্যার জগতের নামকরা প্রতিষ্ঠান- মাইক্রোসফট।

* বাংলাদেশে প্রথম কম্পিউটার স্থাপিত হয়- ১৯৬৪ সালে পরমাণু শক্তি কেন্দ্র, ঢাকা।

* বাংলাদেশ স্থাপিত প্রথম কম্পিউটার- IBM-1620 মডেলের মেইনফ্রেম কম্পিউটার।

* কম্পিউটারের জনক- চার্লস ব্যাবেজ।

* প্রথম মিনি কম্পিউটারের নাম- পিডিপি-১।

* প্রথম Digital Computer এর নাম- Mark-1

* Mini Computer এর জন্মদাতা- কেনেথ এইচ ওলসেন।

* IBM কোম্পানিকে বলা হয়- 'বি ব্লু'।

* বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার জাদুঘর অবস্থিত- যুক্তরাষ্ট্রের আটলান্টায়।

* ট্রানজিস্টর আবিষ্কার হয়- ১৯৪৮ সালে।

* ট্রানজিস্টর ভিত্তিক প্রথম কম্পিউটার হলো- TX-O (Transistor Experimental Computer)

* IC আবিষ্কার করেন- জ্যাক কেলবি ও রবার্ট নয়েস (১৯৫৮ সালে)।

 

* মাইক্রোপ্রসেসরের প্রথম আবির্ভাব ঘটে- ১৯৭১ সালে।

* বানিজ্যিকভাবে বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেস্র হলো- ইনটেল 4004

* মাইক্রোকম্পিউটারের জনক বলা হয়- এইচ এডওয়ার্ড রবার্টকে।