Studypress News
১০ আগস্ট শেষ হচ্ছে ৩৮তম বিসিএসে আবেদনের সময়: ফরম পূরণের পরামর্শ
05 Aug 2017
৩৮ তম বিসিএসের আবেদনের শেষ সময় ১০ আগস্ট, ২০১৭। যদি এখনো আবেদন ফরম পূরণ করা না হয়ে থাকে, তবে এখনই সময়।
নিম্নে বিসিএস পরীক্ষার আবেদনপত্র (BPSC Form-1) অনলাইনের মাধ্যমে পূরণ এবং Admit Card প্রাপ্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশাবলি তুলে ধরা হলঃ
১. বিজ্ঞাপনে উল্লেখিত ক্যাডার পদের জন্য আবেদন করতে ইচ্ছুক প্রার্থীগণ Teletalk BD LTD – এর Web Address: http://bpsc.teletalk.com.bd অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের Web Adress www.bpsc.gov.bd এর মাধ্যমে বিসিএস পরীক্ষার Online Application Form (BPSC Form-1) পূরণ এবং নির্ধারিত ফি জমাদানপূর্বক রেজিস্ট্রেশনের কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
২. Online Application Form (BPSC Form-1) টি Internet Explorer, Mozila firefox, Google Chrome and Opera Browser এ ওপেন করা যাবে। উল্লেখিত চারটি ব্রাউজার এর মধ্যে কোনো একটিতে সমস্যা দেখা দিলে Refresh করে প্রথম থেকে ফরম পূরণের কার্যক্রম শুরু করতে হবে। উল্লেখিত চারটি ব্রাউজার এর মধ্যে Internet Explorer, Mozila firefox দ্বারা তুলনামূলক সহজভাবে অনলাইনে ফরম পূরণ কার্যক্রম সম্পন্ন করা যাবে।
৩. বিজ্ঞাপনে উল্লেখিত ক্যাডারসমূহের জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকলে কোনো প্রার্থী আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবে না। কোনো প্রার্থী ফি জমা দিয়ে কোনো একটি কেন্দ্রের জন্য চূড়ান্তভাবে আবেদনপত্র দাখিল করে Admit Card গ্রহণ করার পর উক্ত কেন্দ্রের জন্য পুনরায় Application Form জমা দিতে পারবেন না। প্রার্থী মিথ্যা, ভিন্ন/ভুল তথ্য দিয়ে একাধিকবার ফর্ম পুরণ করে একাধিক Admit Card গ্রহণ করলে প্রক্রিয়ায়ণের যে কোন স্তরে এরূপ জালিয়াতি প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর সামগ্রিক প্রার্থিতা বাতিল হবে এবং ভবিষ্যতে কমিশন কর্তৃক গৃহীতব্য নিয়োগ পরীক্ষার সকল পদে আবেদনের জন্য অযোগ্য ঘোষিত হবে এবং উক্ত প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৪. প্রার্থী উল্লেখিত Website ওপেন করলে বিসিএস এর Online Application Form (BPSC Form-1), বিসিএস পরীক্ষার বিজ্ঞাপন, আবেদনপত্র পূরণের বিস্তারিত নির্দেশাবলি এবং চাকরির অপশনের ভিত্তিতে প্রণীত তিন ক্যাটাগরি আবেদনপত্রের Format যেমন,
1. Application Form For General Cadre,
2. Application Form For Technical/Professional Cadre এবং
3. Application Form For General and Technical/Professional Cadre (Both)
এর রেডিও বাটন পাওয়া যাবে। কাঙ্ক্ষিত ক্যাটাগরি আবেদনপত্রের রেডিও বাটন ক্লিক করলে সংশ্লিষ্ট BPSC Form-1 দৃশ্যমান হবে।
৫. প্রার্থী এই নির্দেশনা অনুযায়ী BPSC Form-1 পূরণের সময় যদি কোন তথ্য অসম্পূর্ণ থাকে তাহলে ফর্মের প্রতিটি Part এ এবং চূড়ান্ত submission এর পূর্বে ক্রুটিগুলো message আকারে দৃশ্যমান হবে যা দেখে Previous Button ক্লিক করে সংশ্লিষ্ট অংশে গিয়ে প্রার্থী তা সংশোধন করে নিতে পারবে।
৬. Online Application Form এ photo এবং Signature Upload করার জন্য প্রার্থীর ছবি (দৈর্ঘ্যxপ্রস্থ) ৩০০x৩০০ pixel এর কম বা বেশি নয় এবং রঙিন ছবি হতে হবে, ফাইল সাইজ 100 KB এর বেশি গ্রহণ যোগ্য হবে না। সাদাকালো ছবি গ্রহণযোগ্য নয়। প্রার্থীর Signature (দৈর্ঘ্যxপ্রস্থ) ৩০০x৮০ pixel হতে হবে। ফাইল সাইজ কোনভাবেই 60 KB এর বেশি গ্রহণযোগ্য নয়।
৭. বিশেষভাবে উল্লেখ্য যে, আবেদনপত্রের (BPSC Form-1) সকল অংশ পূরণ করে submit করা হলেও বিসিএসের বিজ্ঞাপনের ২ নং অনুচ্ছেদে উল্লিখিত নির্ধারিত সময়সীমার মধ্যে ৯ নং অনুচ্ছেদে উল্লেখিত পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত আবেদনপত্র চূড়ান্ত হিসেবে গণ্য করা হবে না।
৮. আবেদনপত্র (BPSC Form-1) পূরণের সকল ধাপ সম্পন্ন শেষে আবেদনকারী Teletalk হতে User ID Number পাবেন। User ID Number ব্যবহার করে প্রার্থী এই নির্দেশনার ১৪ নং অনুচ্ছেদের নির্দেশ অনুসরণ করে SMS করলে পরীক্ষার ফি জমা দেয়ার নির্দেশনা এবং পরীক্ষার ফি জমা দিতে পারবেন। পরীক্ষার ফি জমা প্রদান সফলভাবে সম্পন্ন হলে আবেদনকারীকে তার প্রদত্ত মোবাইল নম্বরে টেলিটক থেকে SMS এর মাধ্যমে কনফারমেশন নোটিশ প্রদান করা হবে এবং ডাটাবেইজের মাধ্যমে আবেদনকারীকে স্বয়ংক্রিয়ভাবে রেজিস্ট্রেশন নম্বর প্রদান করা হবে। ডাটাবেইজে অন্তর্ভুক্ত হওয়ার পর প্রাপ্ত রেজিস্ট্রেশন নম্বরসহ প্রয়োজনীয় তথ্যের সমন্বয়ে আবেদনকারীর বিজ্ঞাপনের আট এবং ১২ নং অনুচ্ছেদের শর্তানুযায়ী সাময়িকভাবে তার Admit Card Download করে Print নিতে পারবে অথবা নিজ কম্পিউটারে সংরক্ষণ করতে পারবে।
৯. Online এ প্রার্থী আবেদনপত্র পূরণের আগে Form পূরণের এই Instruction টি Download পূর্বক Print করে Instruction এর প্রতিটি ধাপ ভালোভাবে বুঝে online পদ্ধতিতে রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরু করা সমীচীন হবে।
১০. প্রার্থীকে 1. Application Form For General Cadre, 2. Application Form For Technical/Professional Cadre এবং 3. Application Form For General and Technical/Professional Cadre (Both) এই তিন ক্যাটাগরি ফরম থেকে যে কোন একটি Form নির্বাচন করে সংশ্লিষ্ট রেডিও বাটন ক্লিক করলে প্রার্থীত ক্যাডারের (BPSC Form-1) টি দৃশ্যমান হওয়ার পর নির্দেশনা অনুযায়ী online এ উক্ত ফরম পূরণ করতে হবে। উল্লেখ্য যে, ফি জমাদানের পর কোনভাবেই কোনো তথ্য বা ক্যাডার অপশন পরিবর্তন করা যাবে না।
১১. Admit Card হারিয়ে গেলে/চুরি বা নষ্ট হয়ে গেলে এবং User ID ও Password ভুলে গেলে Home page এর Admit Card Menu তে ক্লিক করলে User Recovery ও Password Recovery বাটন দেখা যাবে। উক্ত বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে submit করলে প্রয়োজনীয় এবং কাঙ্ক্ষিত তথ্যাবলি পাওয়া যাবে।
এছাড়া SMS এর মাধ্যমে নিম্নোক্ত পদ্ধতিতে শুধুমাত্র Teletalk মোবাইল থেকে নিম্নোক্ত পদ্ধতিতে Password recovery করা যাবে।
N.B: For Lost Password, Please Type BCS
১২. প্রার্থী কর্তৃক Online এ আবেদনপত্র Submit শেষে ফি জমা দেয়ার পর নিম্নোক্ত কেন্দ্রভিত্তিক রেজিস্ট্রেশন নম্বরের রেঞ্জ অনুযায়ী প্রার্থীকে তার কেন্দ্রের জন্য নির্ধারিত রেজিস্ট্রেশন নম্বর কম্পিউটারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে প্রদান করা হবে এবং প্রবেশপত্রের নির্ধারিত স্থানে কেন্দ্রের নাম এবং রেজিস্ট্রেশন নম্বর মুদ্রিত থাকবে।
১৩. অতিরিক্ত ও সর্বশেষ নির্দেশাবলি ও তথ্য পাওয়ার জন্য সরকারি কর্ম কমিশনের www.bpsc.gov.bd ওয়েবসাইট নিয়মিত visit করতে হবে। এ ছাড়া বিজ্ঞাপনের ২ নং অনুচ্ছেদের নির্ধারিত তারিখ ও সময়ে সরকারি কর্ম কমিশন সচিবালয়ে সকাল ১০.০০ তা থেকে বিকাল ৪.০০ তা পর্যন্ত (অফিস চলাকালীন সময়ে) TBL এ নির্ধারিত ০১৫৫৫৫৫৫১৪৯/০১৫৫৫৫৫৫১৫০/০১৫৫৫৫৫৫১৫১/০১৫৫৫৫৫৫১৫২ মোবাইল নম্বরে যোগাযোগ করে কারিগরিমূলক অস্পষ্টতা সম্পর্কে সহায়তা পাওয়া যাবে।
১৪. পরীক্ষার ফি জমা প্রদানঃ
Online এ আবেদনপত্র (BPSC Form-1) যথাযথভাবে পূরণ পূর্বক নির্দেশমতে ছবি এবং signature upload করে প্রার্থী কর্তৃক আবেদনপত্র submit সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র submit সম্পন্ন হলে প্রার্থী একটি User ID সহ ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবে। উক্ত Applicant’s Copy প্রার্থীকে Print অথবা Download করে সংরক্ষণ করতে হবে। Applicant’s Copy তে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং এই User ID নম্বর ব্যবহার করে Teletalk BD. Ltd. কর্তৃক SMS এর মাধ্যমে প্রদত্ত নির্দেশনা অনুসারে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে Teletalk mobile নম্বরের মাধ্যমে SMS করে পরীক্ষার ফি ৭০০৳ (সাতশত) (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ১০০৳ (একশত) টাকা জমা দিবেন এবং Admit Card Download করে Print করতে পারবেনঃ
প্রথম SMS: BCS
Example: BCS QRNTCBTP
Reply : Applicant Name, TK-700 (100 Tk for Ethnic Minority Group, Physically Handicapped and Third Gender Group candidates) will be charged as application fee. Your Pin is (8 digit number) 12345678. To pay fee, type BCS
উক্ত SMS প্রাপ্তির পর Teletalk BD LTD. হতে প্রার্থীকে স্বাগত জানিয়ে একটি Pin নম্বর প্রদান করা হবে এবং পরীক্ষার ফি জমাদানের নির্দেশ দেয়া হবে। নির্দেশমতে প্রার্থী ২য় SMS এর মাধ্যমে নিম্নোক্ত পদ্ধতিতে পরীক্ষার নির্ধারিত ফি জমা দিবেনঃ
দ্বিতীয় SMS : BCS
Example: BCS YES 12345678
Reply : Congratulations! Applicants Name, payment completed successfully for …th BCS examination. User ID is (xxxxxxxx) and Password (xxxxxxxx).
Admit Card প্রদানঃ Teletalk BD LTD. কর্তৃক SMS এর মাধ্যমে প্রার্থীর মোবাইল নম্বরে প্রার্থীকে পরীক্ষার ফি জমাদানের Confirmation জানিয়ে প্রার্থীকে User ID এবং Password প্রদান করা হবে। প্রার্থী তাৎক্ষণিকভাবে Online Application Form এর প্রথম পেজ এ Admit card মেন্যুতে User ID এবং Password তথ্য প্রদান করলে Admit card Print এবং কম্পিউটারে সংরক্ষণ করতে পারবেন।
১৫. সাধারণ নির্দেশাবলির ১ নং অনুচ্ছেদে উল্লেখিত ওয়েবসাইটের মাধ্যমে Online Application Form ওপেন করলে BPSC Form-1 এর অপশনসহ Instructions for Submitting Application এর রেডিও বাটন দেখা যাবে। BPSC Form-1 এর ৩ টি অপশন বাটন হতে প্রার্থী তার কাঙ্ক্ষিত Form এর বাটনে ক্লিক করলে সংশ্লিষ্ট BPSC Form-1 দৃশ্যমান হবে। BPSC Form-1 এর নিম্নোক্ত ৩ টি অংশ রয়েছেঃ
(1) Part-1: Personal Information
(2) Part-2: Educational Information
(3) Part-3: Cadre Option
ফরমের উপরিউক্ত ৩ টি অংশ নির্দেশনা অনুযায়ী পর্যায়ক্রমে পূরণ করতে হবে। ৩ টি অংশ যথাযথভাবে পূরণের পর Application Preview অংশে প্রার্থীর সকল তথ্য দেখা যাবে। Preview তে প্রার্থী তার পূরণকৃত তথ্য পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করবেন এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট অংশে সংশোধন ও সংযোজন করতে পারবেন।