Studypress News
পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি
02 Aug 2017
পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শহিদ খাকান আব্বাসি। মঙ্গলবার (১ আগস্ট, ২০১৭) তিনি পাকিস্তানের জাতীয় পরিষদে সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন। দেশটির সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী পদে নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণা করায় তার উত্তরসূরি হিসেবে নির্বাচিত হলেন আব্বাসি।
তিনি ৪৫ দিনের জন্য অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী থাকবেন। তার স্থলাভিষিক্ত হবেন নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ।
বুলেট পয়েন্টঃ
=> প্রাক্তন তেল ও খনিজসম্পদ মন্ত্রী আব্বাসিকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দেয় নওয়াজ শরিফের মুসলিম লীগ।
=> পার্লামেন্টে ভোটাভুটি শেষে দেখা যায়, ২২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী পদে নির্বাচনে মুসলিম লীগ-এন-এর আরো তিন প্রার্থী ছিলেন। সৈয়দ নাভিদ কামার ৪৭ ভোট, শেখ রশিদ ৩৩ ভোট ও সাহিবজাদা তারিকুল্লাহ পেয়েছেন ৪ ভোট। তবে প্রতিদ্বন্দ্বিতার খাতিরেই দলের সিদ্ধান্তে তারা প্রার্থী হয়েছেন, প্রধানমন্ত্রী হতে নয়।