Studypress News

আইবিএম এর ওয়ারেন বাফেটঃ ২ বিলিয়ন ডলার লোকসান

13 Nov 2015

আইবিএমে ওয়ারেন বাফেটের বিশাল অঙ্কের বিনিয়োগ দিন দিন খারাপের দিকে যাচ্ছে। শুক্রবার (১৩/১১/১৫) বাফেটের প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথওয়ে এক ঘোষণায় জানায়, প্রতিষ্ঠা্নটির আইবিএমে বিনিয়োগের ২ বিলিয়ন মার্কিন ডলার লোকসান হয়েছে। এই আর্থিক ক্ষতির পরিমাণ গত চার বছরে প্রতিষ্ঠানটির ক্রয়কৃত প্রায় ১৩ বিলিয়ন ডলারের সমমূল্যের স্টকের ১৫ শতাংশ।

যদিও বাফেট এত বড় লোকসানের পরেও আস্থা রাখছেন। বার্কশায়ার জানায়, প্রতিষ্ঠানটি এখনও আইবিএমের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। তারা এটিকে আইবিএম স্টকের সাময়িক মন্দা হিসেবে চিহ্নিত করেছেন।

বার্কশায়ার জানায়, আইবিএম লাভজনক হতে চলেছে এবং খুব শীঘ্রই এই সমস্যা কাটিয়ে উঠবে। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানায়, ‘আইবিএমের সাধারণ স্টক থেকে বিনিয়োগ প্রত্যাহার করার কোন উদ্দেশ্য আমাদের নেই। আমরা প্রত্যাশা করি, আইবিএমে আমাদের বিনিয়োগের যথাযথ মূল্যায়ন হবে এবং আমরা লভ্যাংশ তুলতে পারব।’