Studypress News
ইউরোপিয়ান কমিশন (EC) এর নতুন প্রেসিডেন্ট জা ক্লদ জাংকার
01 Nov 2014
ইউরোপীয় কমিশন হচ্ছে ইয়োরোপীয় ইউনিয়নের কার্যনির্বাহী সংস্থা। কমিশন ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশ কর্তৃক মনোনীত থেকে ২৭ জন কমিশনার নিয়ে গঠিত। একজন কমিশনারকে প্রেসিডেন্ট নির্বাচিত করা হয় যিনি কমিশনের প্রধান নির্বাহী হিসেবে পরিগণিত। শহরের কেন্দ্রস্থলে বারলেমোয়া ভবনে কমিশেনের প্রধান দপ্তর। সচিবালয়ের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীর সর্বমোট সংখ্যা ২৫ হাজারের বেশী।জা ক্লদ জাংকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ১লা নভেম্বর, ২০১৪ থেকে। তার আদি-নিবাস লুক্সেমবার্গে।ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিলের প্রেসিডেন্সি পদ নিয়োগ হয় ১লা জুলাই, ২০১৫ আর প্রেসিডেন্সি পদে নিয়োগ পায় লুক্সেমবার্গ ।জা ক্লদ জাংকার পূর্বে লুক্সেমবার্গের প্রধান মন্ত্রী ছিলেন ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত।এছাড়াও তিনি ১৯৮৯ থেকে ২০০৯ সাল পর্যন্ত লুক্সেমবার্গের অর্থমন্ত্রী ছিলেন।