Studypress News

বিসিএস পরীক্ষার জন্য গুরূত্বপূর্ণ: দুর্যোগ ব্যবস্থাপনা

01 Aug 2017

বাংলাদেশ কবে ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড গঠন করেছে ?

Ans: ২০১০

 

ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড এ এখন পর্যন্ত কত টাকা বরাদ্দ দেওয়া হয়েছে?

Ans: ৩ হাজার ১০০ কোটি টাকা

 

দেশে দূর্যোগ ব্যবস্হাপনা কেন্দ্র কতটি ?

Ans: 410 টি

 

2 টি আবহাওয়া অধিদপ্তরের আঞ্চলিক কেন্দ্র কতটি ?

Ans: 2 টি

 

ভূ-কম্প পর্যবেক্ষণ কেন্দ্র কতটি ?

Ans: 4 টি, ( চট্টগ্রাম, ঢাকা, রংপুর, সিলেট)

 

কৃষি আবহাওয়ার পূর্বাভাস কেন্দ্র কতটি ?

Ans: 12 টি।

 

দেশে সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা চালু করা হয় কত সালে?

Ans: 2004 সালে।বাংলাদেশে দূর্যোগ ব্যবস্হাপনা আইন প্রণীত হয় 2012 সালে।

 

ত্রাণ মন্ত্রণালয় গঠিত হয় কত সালে?

Ans: 1972 সালে

 

জাতিসংঘের দূর্যোগ ঝুঁকি হ্রাসকরণ সংক্রান্ত প্রতিবেদন অনুসারে দক্ষিণ এশিয়ার সবচেয়ে ঘূর্ণিঝড় প্রবণ দেশ কোনটি?

Ans: বাংলাদেশ

 

সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র অবস্থিত

Ans: আগারগাও ঢাকা ।

 

 

CDMP এর পূর্ণরুপ কী ?

Ans: Comprehensive Disaster Management Programme 

 

বিশ্ব দুর্যোগ প্রশমন দিবস কবে ?

Ans: ১৩ অক্টোবর।

 

উপকূলীয় জেলা কয়টি

Ans: ১৯টি।

 

উপকূলীয় সবুজ বেষ্টনী সৃজন করা হয়েছে কতটি জেলায় ?

Ans: ১০টি 

 

বাংলাদেশের উপকূলীয় সীমা কত ?

Ans: ৭১১/ ৭১৬ কি.মি দীর্ঘ। 

 

জলবায়ু পরিবর্তনজনিত বিপর্যয় মোকাবিলায় ’বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান’ (বিসিসিএসএপি) কত সালে প্রণীত হয়েছে ?

Ans: ২০০৯ সালে

 

বাংলাদেশে বর্তমানে কতটি স্লাইকোন সেন্টার আছে

Ans: ১৮৪১টি।

 

নদী বন্দরের জন্য সতর্ক সংকেত 

Ans: ৬টি

 

সমুদ্র বন্দরের জন্য সতর্ক সংকেত 

Ans: ১০টি

 

পুনর্বিন্যাসকৃত আবহাওয়া সংকেত 

Ans: ৮টি। 

 

বাংলাদেশে নদী ভাঙ্গন হয় 

Ans: ১০০টি উপজেলায়(সবচেয়ে বেশি চাঁদপুর, সিরাজগঞ্জ) 

 

ঘূর্ণিঝড় ও দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্রের নাম কী ? 

Ans: SPARSO( প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে) 

 

বাংলাদেশে ভূ- উপগ্রহ কেন্দ্র কয়টি 

Ans: ৪টি। বেতবুনিয়া(রাঙামাটি), তালিবাবাদ(গাজীপুর),মহাখালি , সিলেট । 

 

পৃথিবীর তাপমাত্রা গত ১০০ বছরে বেড়েছে কত?

Ans: ০.৭৪ডিগ্রি সেলসিয়াস । 

 

বাংলাদেশে সর্বশেষ আঘাত হানা ঘূর্ণিঝড়ের নাম কী ?

Ans: মোরা (২৯ মে মধ্যরাত্রি , ২০১৭ সূত্র : বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তরের ওয়েব সাইটে )

মোরা’ থাই শব্দ, ইংরেজি অর্থ হলো ‘স্টার অব দ্য সি’। যার বাংলা দাড়ায় ‘সাগরের তারা বা তারকা’।

 

বাংলাদেশে ভূমিকম্পের ফলে বদলে গিয়েছে কোন নদীর গতিপথ?

Ans: ব্রহ্মপুত্র