Studypress News

ব্যাংক পরীক্ষাগুলোর জন্য অতিগুরুত্বপূর্ণ (পর্ব -০১)

01 Aug 2017

কোন বানানটি শুদ্ধ?
ক.ব্যাতিত
খ.ব্যাতীত
গ.ব্যতীত (উঃ)
ঘ.বেতিত

correct antonyms of “Integrity”
a. Extravagance(উঃ)
b. Incompleteness
c. Subordinate
d. Insufficiency

If 1394 = ACID then 4516 =?
a.DEAD
b.DEAL
c.DEAN
d.DEAF(উঃ)


If ADD stands for 122. KISS for 3455 and CLASS is 67155 then what about SAD?
a.512(উঃ)
b.522
c.612
d.622

নিচের শূন্যস্থানে কোনটি বসবে লিখুন।
AZ,CX,EV,---
a.UB
b.GT(উঃ)
c.SP
d.EV

পরবর্তী অক্ষর কি হবে? অ, ই, উ, ঋ, -
ক. এ
খ. ঐ(উঃ)
গ. ও
ঘ. ঔ

তাপ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক.উত্তাপ
খ.শৈত্য(উঃ)
গ.শীতল
ঘ.হিম

The opposite of seldom:
a. never
b. frequent
c. invariably
d.always(উঃ)

What’s the synonyms of “Resuscitate”
a. Regain
b. Remark.
c. Rejoin
d. Revive.(উঃ)

আকাশের সমার্থক শব্দ নয়-
ক.গগণ
খ.অন্তরীক্ষ
গ.অম্বর
ঘ.ভুবন(উঃ)

আমাশয়- এর ইংরেজি হচ্ছে -
a) Dysentry
b) Dysentery (উঃ)
c) Desentery
d) Deasentry

আপনার প্রতিবেশী দুটি ছেলেকে আপনি একটি দোকানে চুরি করতে দেখলেন। আপনি তখন কি করবেন?
ক. কিছু না কের নিজের কাজে ব্যস্ত থাকবেন
খ. পুলিশ ডেকে ঘটনাটি বলবেন
গ. দোকান থেকে চলে যাবেন এবং ঘটনাটি ভুলে যাবেন
ঘ. ছেলেদেরকে চুরি করা মাল ফেরত দিতে বলবেন (উঃ)
ঙ. সততার উপরে ছেলেদেরকে উচ্চৈঃস্বরে বক্তৃতা দেবেন যাতে অন্যেরাও শোনে

সম্প্রতি ইউরেনিয়াম পাওয়া গেছে বাংলাদেশের কোন জায়গাতে?
ক. দিনাজপুরের মধ্যপাড়াতে
খ. রংপুরের মিঠাপুকুরে
গ. জামালগঞ্জে
ঘ. সিলেট ও মৌলভীবাজার (উঃ)

বরেন্দ্রভূমি কোন নদী দ্বারা বেষ্টিত?
ক. পদ্মা
খ. আত্রায়
গ. মহানন্দা ও করতোয়া(উঃ)
ঘ. চলন বিল


বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন পাস হয় কবে?
ক. ১৯৯২ সালে
গ. ১৯৭২
গ. ১৯৯৫(উঃ)
ঘ. ২০১২

বাংলাদেশ ও ভারত বিভক্তকারী নদী?
ক. নাফ
খ. কুলিখ
গ. মাতামুহরী
ঘ. হাড়িয়াভাঙা নদী(উঃ)

বাংলাদেশ থেকে কোন নদীটি ভারতে প্রবেশ করে আর বাংলাদেশে প্রবেশ করেনি?
ক. হালদা
খ. কুলিখ(উঃ)
গ. মাতামুহরী
ঘ. হাড়িয়াভাঙা নদী

বালিশিয়া ভ্যালি কোথায় অবস্থিত?
ক.চট্টগ্রামে(উঃ)
খ. মৌলভীবাজারে
গ. রাঙামাটি
ঘ. বান্দরবান

ই-কমার্স এর পূর্ণরূপ কোনটি?
A. ইলেকট্রনিক কমার্স(উঃ)
B. ইলেকট্রিক কমার্স
C. ইন্টারনেট কমার্স
D. ইলেকট্রিক্যাল কমার্স

First Generation Mobile phone প্রথম চালু হয় কোথায়?
A. North Korea
B. South Korea
C. America(উঃ)
D. China

4G সেবা চালু হয় কত সালে?
A. 2004
B. 2005
C. 2006(উঃ)
D. 2007


Bluetooth এর স্টান্ডার্ড হলো -----
A. IEEE 802.11
B. IEEE 802.12
C. IEEE 802.15(উঃ)
D. IEEE 802.16

Facebook চালু হয় -----
A. 4 February, 2004(উঃ)
B. 4 February, 2006
C. 14 February, 2004
D. 14 February, 2006

এশিয়া থেকে নির্বাচিত প্রথম মহাসচিব?
ক. বান কি মুন
খ. কফি আনান
গ. উথান্ট (মায়ানমার)(উঃ)
ঘ. পেরেজ কুইল্ডহোম

"The Art of The Deal" এর লেখক কে?
ক. বারাক ওবামা
খ. ডোনাল্ড জন ট্রাম্প(উঃ)
গ. ভ্লাদিমির পুতিন
ঘ. রামনাথ কোবিন্দ

মিসরের প্রাচীন নাম কী ছিলো?
ক. কালো মাটির দেশ (কমেট)(উঃ)
খ. মেষ পালনের দেশ
গ. জাফরানের দেশ
ঘ. পবিত্র ভূমির দেশ