Studypress News

হুন্দাইয়ের চালকবিহীন গাড়ি

13 Nov 2015

দক্ষিণ কোরিয়ার শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই আগামী ডিসেম্বরে নিজেদের প্রথম চালকবিহীন গাড়ি বাজারে ছাড়তে যাচ্ছে। গত ৯/১১/১৫ (সোমবার) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইয়নহাপ নিউজ এজেন্সি। 

হাইওয়ে ড্রাইভিং অ্যাসিস্ট (এইচডিএ) সিস্টেমসহ জেনেসিস লাক্সারী সেডানের সর্বশেষ সংস্করণ সংযুক্ত করে গাড়িটি বাজারে ছাড়ার পরিকল্পনা করছে হুন্দাই। সংকীর্ণ পথেও গাড়িকে চলার ‍উপযোগী করা, গাড়ি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং রাস্তায় সর্বোচ্চ ও সর্বনিম্ম গতি বজায় রাখতে সতর্কতামূলক ইঙ্গিত প্রদানকারী নেভিগেশন কানেক্টেড সিস্টেম যুক্ত করতে এইচডিএ সিস্টেমটিকে সেভাবেই ডিজাইন করা হয়েছে।

কর্মকর্তার মতে, স্বশাসিত গাড়ির ফাংশনগুলো ২০২০ সাল থেকে অন্য যানবাহনে প্রয়োগ করার পরিকল্পনা আছে হুন্দাইয়ের। যার ফলে রাস্তায় চালকদের নিরাপত্তা সুনিশ্চিত হবে। হুন্দাইয়ের পরবর্তী প্রজন্মের স্মার্ট কার তৈরির পরিকল্পনার একটি অংশ হিসেবে গাড়িটি বাজারে আনা হবে।