Studypress News

রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

29 Oct 2015

২৯ অক্টোবর ২০১৫ তারিখে প্রথমবারের মত ২৭ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়িয়েছে বাংলাদেশ ব্যাংকের বিদেশি মুদ্রার রিজার্ভ। প্রতি মাসে ৪ বিলিয়ন ডলার আমদানি ব্যয়ের খরচ হিসাবে এই রিজার্ভ দিয়ে প্রায় সাত মাসের আমদানি ব্যয় মেটানো যাবে।”

প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এবং রপ্তানি আয়ের ইতিবাচক ধারা অব্যাহত থাকায় গত কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে বাড়ছে বাংলাদেশের রিজার্ভ।

এছাড়া জ্বালানি তেল এবং খাদ্যপণ্য আমদানি খাতে খরচ কম হওয়ার কারণেও রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়ছে বলে কাজী ছাইদুর রহমান জানান।  

গত ১৭ অগাস্ট ২০১৫ রিজার্ভ প্রথমবারের মতো ২৬ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। এই সঞ্চয়ন ১৫ বিলিয়নের ঘর ছাড়িয়েছিল ২০১৩ সালের ৫ মে। আর ১০ বিলিয়নের মাইলফলকে পৌঁছেছিল ২০০৯ সালের ১০ ডিসেম্বর।

রিজার্ভ ২৭ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করায় সন্তোষ প্রকাশ করে গভর্নর আতিউর রহমান সাংবাদিকদের বলেন, “অনেক দেশ ঘাটতির সমস্যায় থাকে। কিন্তু আমরা আছি মধুর সমস্যায়, উদ্বৃত্তের সমস্যায়। এটি অত্যন্ত সুখের কথা।

“আমাদের আমদানি বাড়ছে। তারপরও বৈদেশিক মুদ্রার মজুদ বাড়ছে। কারণ রপ্তানি ও রেমিটেন্স বাড়ছে। আমার মনে হয়, বৈদেশিক বিনিয়োগও বাড়ছে। যার হয়ত পুরোটা (কী পরিমান বিনিয়োগ আসছে তার প্রকৃত তথ্য) আমরা ধরে (নির্ণয় করা) উঠতে পারছি না।”