Studypress News

ভারতের নতুন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

23 Jul 2017

ভারতের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত
---- রামনাথ কোবিন্দ।

বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এর প্রার্থী রামনাথ কোবিন্দ মোট ৪ লাখ ৭৯ হাজার ৫৮৫ ভোট পেয়েছেন, যা মোট ভোটের ৬৫ শতাংশ।

প্রতিদ্বন্দ্বী কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ প্রার্থী মীরা কুমার , তিনি পেয়েছেন মোট ২ লাখ ৪ হাজার ৫৯৪ ভোট ।

রামনাথ কোবিন্দ হলেন ভারতের ১৪ তম রাষ্ট্রপতি।রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন ২৫ জুলাই২০১৭ । শপথবাক্য পাঠ করাবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি । উল্লেখ্য ১৭ জুলাই ২০১৭ ভারতে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল ।


রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি:
_______________________
সাধারণ নির্বাচনের সঙ্গে ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের পার্থক্য রয়েছে। সাধারণ নির্বাচনে একটি ভোটের মূল্য ১। কিন্তু, রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদাতাদের ভোটের মূল্য এক জটিল পদ্ধতিতে নির্ধারিত হয়। লোকসভা ও রাজ্যসভার সদস্য যারা, তাদের একেক জনের ভোটের মূল্য ৭০৮।
রাজ্য বিধানসভার সদস্যদের ভোটের মূল্য নির্ধারিত হয় সেই রাজ্যের বিধানসভার মোট আসন ও জনসংখ্যার নিরিখে। সবচেয়ে বেশি
ভোটমূল্য উত্তরপ্রদেশের বিধায়কদের, ২০৮।
সবচেয়ে কম সিকিম ও অরুণাচলপ্রদেশের বিধায়কদের, মাত্র ৮। এবারের ভোটে সাংসদেরা ভোট দেন সবুজ ব্যালটে আর বিধায়কেরা গোলাপি ব্যালটে। রাজ্যসভায় রাষ্ট্রপতি মনোনীত সদস্যরা এই ভোটে অংশ নিতে পারে না । এবারের ভোটে অংশ নেন লোকসভার ৫৪৩ জন ও রাজ্যসভার ২৩৩ জন সদস্য এবং দেশের মোট ২৯ টি রাজ্য এবং দিল্লি ও পদুচেরি দুই কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৪ হাজার ১২০ জন বিধায়ক । সব ভোটার ধরলে এবারের নির্বাচনে মোট ভোটমূল্য ১০ লাখ ৯৮ হাজার ৯০৩ । এর মধ্যে সাংসদদের ভোটমূল্য ৫ লাখ ৪৯ হাজার ৪০৮ , বিধায়কের ৫ লাখ ৪৯ হাজার ৪৯৫ । সে হিসেবে রামনাথ কোবিন্দ পান ৭ লাখ ২ হাজার ৪৪ এবং মীরা কুমার পান ৩ লাখ ৬৭ হাজার ৩১৪ ।

 

অন্যান্য :
_____________________

উত্তরপ্রদেশের কানপুর দেহাত জেলার একটি ছোট্ট গ্রাম পারোঙ্খে এক দলিত কোলি কৃষক পরিবারে ১৯৪৫ সালে জন্ম নেন রামনাথ কোবিন্দ। রামনাথ কোবিন্দ হবেন উত্তরপ্রদেশ থেকে নির্বাচিত ভারতের প্রথম রাষ্ট্রপতি। ভারতের সবচেয়ে জনবহুল এই রাজ্যটি থেকে দেশের
মোট নয়জন প্রধানমন্ত্রী এসেছেন - কিন্তু রামনাথ কোবিন্দের আগে এ রাজ্যের কেউ রাষ্ট্রপতি নির্বাচিত হননি! লোকসভার ভোটে  না-জিতলেও রামনাথ কোবিন্দ দু'দুবার ভারতীয় পার্লামেন্টের উচ্চ কক্ষ রাজ্যসভার সদস্য নির্বাচিত হয়েছেন।
১৯৯৪ সাল থেকে ২০০৬ পর্যন্ত টানা বারো বছর তিনি রাজ্যসভার এমপি ছিলেন।
রামনাথ কোবিন্দ পেশায় আইনজীবী ।


কিছুদিন আগে বিহারের রাজ্যপাল থাকাকালীন সপরিবারে হিমাচল প্রদেশে বেড়াতে গিয়ে রামনাথ কোবিন্দ সিমলার কাছে রাষ্ট্রপতির সামার রিট্রিটে ঢুকতে চেয়েছিলেন।
কিন্তু রাষ্ট্রপতি ভবনের অনুমতি নেই, এই যুক্তিতে রক্ষীরা তাকে গেইট থেকে ফিরিয়ে দেয়।
আর এখন দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে সিমলার ওই রাজকীয় প্রাসাদই হবে তার গ্রীষ্মকালীন অবকাশ যাপনের ঠিকানা - যে গেইট থেকে
কিছুদিন আগেই তাকে ফিরে আসতে হয়েছিল

 

# ভারতের প্রথম রাষ্ট্রপতি
---- ড. রাজেন্দ্র প্রসাদ ।
# ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি
---- ড. জাকির হোসেন ।
# ভারতের প্রথম বাঙ্গালী রাষ্ট্রপতি
---- প্রণব কুমার মুখার্জি ।
# ভারতের প্রথম নারী রাষ্ট্রপতি
---- প্রতিভা পাতিল ।
# বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের রাষ্ট্রপতি
ছিলেন --- বরাহগিরি ভেঙ্কটগিরি ।