Studypress News
পঞ্চম বারের মত চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জিতলো বার্সা
15 Jul 2015
বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসকে ৩-১ গোলে হারিয়ে এর পঞ্চম বারের মত চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জিতলো। আগে লা লিগা ও কোপা দেল রের শিরোপা জেতে কাতালান জায়ান্টরা নিজেদের ট্রেবল পূর্ণ করে। এই নিয়ে দ্বিতীয়বারের মত ট্রেবল জিতল বার্সা। এমন কীর্তি নেই অন্য আর কোন ক্লাবের।ট্রেবল জয়ের হাতছানি ছিল ওল্ড লেডি খ্যাত জুভেন্টাসেরও। রানার্স-আপ জুভেন্টাস জেতে সিরি ‘আ’ ও কোপা ইতালিয়ার শিরোপা। তবে মাসিমিলিয়ানো আলেগ্রির শিষ্যদের হতাশ করে জাভিকে বিদায়ী উপহারটি ঠিকই তুলে দিতে পেরেছে লুইস এনরিকের দল। ম্যাচে গোল পাননি লিওনেল মেসি; তাতেও থামেনি বার্সেলোনার জয়রথ। ইউরোপ সেরার প্রতিযোগিতার ফাইনাল জয়ে একটি করে গোল করেন ইভান রাকিটিচ, লুইস সুয়ারেস ও নেইমার। জুভেন্টাসের গোলটি আসে আলভারো মোরাতার পা থেকে।
জেনে নিন উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের অতীত এবং বর্তমান-
১। ১৯৯২ সালের পর থেকে ( উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ নাম হওয়ার পর) কোনো ক্লাব পর পর দুই বছর এই প্রতিযোগিতার বিজয়ী হতে পারে নি ।
২। রিয়াল মাদ্রিদ সর্বোচ্চ ১০ বার এই প্রতিযোগিতায় জয়ী দল । এসি মিলান ৭ বার এবং বার্সেলোনা, লিভারপুল, বায়ার্ন মিউনিখ ৫ বার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ।
৩। এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশী ম্যাচ জয়ের রেকর্ড রিয়াল মাদ্রিদের ।
৪। ১৯৯২ এর পর থেকে সবকটি চ্যাম্পিয়ন্স লীগে অংশগ্রহকারি একমাত্র ক্লাব হল ম্যানচেস্টার ইউনাইটেড ।
৫। সবচেয়ে বেশী চ্যাম্পিয়ন্স লীগ ম্যাচ খেলার রেকর্ড ইকার ক্যাসিয়াস (১৫৪)।
৬। চ্যাম্পিয়ন্স লীগে সবচেয়ে বেশি গোলের মালিক স্প্যানিশ ক্রিস্টিয়ানো রোনালদো (৮২টি)।
৭। জার্ড মুলার এবং লিওনেল মেসি সবচেয়ে বেশি বার চ্যাম্পিয়ন্স লীগের টপ স্কোরার হয়েছেন ।