Studypress News
ব্যাংকিংয়ে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) চালু।
03 Nov 2015
ব্যাংকিংয়ে নতুন সংযোজন রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) চালু হয়।
প্রতিদিনই এ পদ্ধতিতে লেনদেন বাড়ছে জানিয়ে কেন্দ্রীয় ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক রেজাউল করীম বলেন, “আরটিজিএস ব্যবস্থা জনপ্রিয় হচ্ছে। এটা হওয়াই স্বাভাবিক। কারণ এই ব্যবস্থায় দ্রুত ও সহজে লেনদেন করা যায়। আমরা আশা করছি আরটিজিএসে মোট লেনদেন আরও বাড়বে।” যে সব গ্রাহক অনলাইন ব্যাংকিং করেন তারা এক লাখ বা তার বেশি অংকের টাকা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে স্থানান্তর করতে এই পদ্ধতি ব্যবহার করতে পারছেন। ২৯ অক্টোবর বাংলাদেশ ব্যাংক আন্তঃব্যাংক লেনদেনের নিকাশ ব্যবস্থায় আরটিজিএস চালু করে। ওইদিন এই ব্যবস্থায় ৩৪টি লেনদেন হয়। ওইসব লেনদেনের মাধ্যমে ব্যাংকগুলো ১৪ কোটি ৬৪ লাখ ১৪ হাজার ৫০৭ টাকা স্থানান্তর করে বলে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ জানিয়েছে। এরপরের দিন অর্থাৎ ১ নভেম্বর এ ব্যবস্থায় লেনদেন বেড়ে দাঁড়ায় ৫২৩ কোটি ৯৬ লাখ ৩২ হাজার টাকায়। ৬৬টি পেমেন্টঅর্ডারে বাংলাদেশ ব্যাংক এই পরিমাণ অর্থ স্থানান্তর করে। ২ নভেম্বর ৮১টি পেমেন্ট অর্ডারে বাংলাদেশ ব্যাংক ৭৬৯ কোটি ২১ লাখ ২ হাজার ২২৪ টাকা স্থানান্তর করেছে।