Studypress News
পাঁচ দিনব্যাপী ব্যাংকিং মেলার আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।
08 Nov 2015
আগামী ২৪ নভেম্বর থেকে পাঁচ দিনব্যাপী ব্যাংকিং মেলার আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বাংলা একাডেমিতে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
‘একটি ব্যাংকিং জাতি গড়ার প্রত্যয়ে’ স্লোগান নিয়ে অনুষ্ঠেয় মেলায় ব্যাংক সম্পর্কিত বিভিন্ন স্টল ছাড়াও আর্থিক শিক্ষা বিষয়ক আয়োজন, সেমিনার, বিতর্ক ও সাংস্কৃতিক পরিবেশনা থাকবে।
বাংলাদেশ ব্যাংকের আর্থিক শিক্ষা, টাকা জাদুঘর, বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস, বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন প্রকাশনা, স্মারক মূদ্রা ও নোট ক্রয় ও অভিযোগ কেন্দ্র থাকবে মেলায়।
প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত আর্থিক শিক্ষা বিষয়ক অনুষ্ঠান হবে, যেগুলো প্রধানত স্কুলশিক্ষার্থী, কর্মজীবী শিশু ও অসহায় নারী-পুরুষের জন্য আয়োজন করা হবে।
দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বির্তক প্রতিযোগিতার আয়োজন করা হবে। প্রতিযোগিতার বিষয় থাকবে- ব্যাংকিং খাতে উচ্চ সুদের প্রধান কারণ, মুদ্রার বিনিময় হার বাজারভিত্তিক করার কৌশল, পুঁজির অবাধ প্রবাহ, বৈদেশিক বিনিয়োগ, মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ, কর্মের সময়সীমা ও মুনাফা।
বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আর্থিক খাতের বিশেষজ্ঞদের অংশগ্রহণে ব্যাংকিং সেবা বিষয়ে কর্মশালা এবং সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ব্যাংকিং পণ্য ও সেবা সর্ম্পকে লোকজ গান ও নাটিকা পরিবেশন করা হবে।
মেলায় দেশের ৫৬টি ব্যাংকের অংশ নেওয়ার কথা রয়েছে। প্রতিটি ব্যাংকের জন্য একটি স্টল এবং বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম নিয়ে একাধিক প্যাভিলিয়ন থাকবে।