Studypress News
ওপেক সম্মেলন আয়োজনের আহ্বান ভেনিজুয়েলার।
06 Sep 2015

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তেলের মূল্য স্থিতিশীল করতে জরুরি ভিত্তিতে ওপেক সম্মেলন আয়োজনের আহ্বান জানিয়েছেন।
তেলেসুর টিভিকে দেয়া এক সাক্ষাতকারে মাদুরো বলেন, এ বিষয়ে বৈঠক ডাকা খুবই জরুরি। আর এতে রাশিয়ার মতো সদস্য নয় এমন দেশের নেতৃবৃন্দকেও আমন্ত্রণ জানানো উচিত।
তিনি জানান,ইতোমধ্যে তিনি ওপেকভুক্ত সকল দেশের রাষ্ট্রপ্রধানের কাছে চিঠি পাঠিয়েছেন। কারণ বিশ্বে জ্বালানির চাহিদা দিনকে দিন বাড়ছে। আর এ অস্থিতিশীলতা উৎপাদনের ক্ষতি করছে। এছাড়া জ্বালানি বিনিয়োগেরও একটি সীমা থাকা উচিত বলে তিনি মন্তব্য করেন।
সাক্ষাতকালে মাদুরো আরো বলেন, বেইজিংয়ে বৈঠককালে তিনি বিষয়টি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন। তেলের মূল্য কমে যাওয়া ঠেকাতে উদ্যোগ নিতে তারা উভয়ে সম্মত হয়েছেন।
এদিকে ভিয়েনায় জুনে ওপেকের(অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কাউন্ট্রিস) মন্ত্রীপর্যায়ের বৈঠকে সদস্য দেশগুলো যে পরিমাণ তেল উৎপাদন করছিলো তা অব্যাহত রাখার ঘোষণা দেয়। যদিও ভেনিজুয়েলা ও ইকুয়েডর তেলের মূল্য হ্রাসের কারণে এর উৎপাদন কমিয়ে আনার আহ্বান জানিয়েছিল।
Important News

Highlight of the week
