Studypress News

মিশরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী সিসি

29 May 2014

২০১৪ সালের ২৯ মে মিশরের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন সাবেক সেনাপ্রধান আব্দেল ফাত্তা আল সিসি।দেশটির প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহামেদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর এটিই প্রথম প্রেসিডেন্ট নির্বাচন।অস্ত্রের মুখে মুরসিকে ক্ষমতাচ্যুত করেন সিসি।মিশরের শাসক হিসেবে সেনাপ্রধানদের যে ধারা চলে আসছে সিসি তার সর্বশেষ উত্তরাধিকার। শুধু ২০১২ সালের অবাধ নির্বাচনে মুসলিম ব্রাদারহুডের মোহাম্মদ মুরসির জয়ই এই ধারার একটু ব্যতিক্রম ঘটিয়েছিল।ব্যাপক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সাবেক সেনাশাসক হোসনি মুবারকের ৩০ বছরের সেনাশাসন শেষ হওয়ার পর গণতন্ত্রের স্বপ্ন দেখেছিল মিশরীয়রা। দেশের ইতিহাসে স্বপ্নের মতো এক অবাধ নির্বাচনে বেসামরিক প্রেসিডেন্ট পাওয়ার মাধ্যমে সেই স্বপ্নের প্রায় কাছাকাছি চলে গিয়েছিল তারা।কিন্তু গণতান্ত্রিকভাবে নির্বাচিত ইসলামপন্থী প্রেসিডেন্ট মুরসির শাসনেও সন্তুষ্ট হতে পারেনি তারা। মাত্র এক বছরেই দেশে নির্বাচিত প্রেসিডেন্টের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়ে যায়।যার পথ ধরে সামরিক বাহিনী আবার ক্ষমতায় ফেরার পথ করে নেয়, আর কম সংখ্যক ভোটারের উপস্থিতিতে হওয়া নির্বাচনে সিসি’র নিরঙ্কুশ বিজয়ে সেই ক্ষমতা এখন আইনী বৈধতা পেল।