Studypress News
রাশিয়ায় সপ্তম ব্রিকস শীর্ষ সম্মেলন।
09 Jul 2015
রাশিয়ার উফায় শুরু হয়েছে দুই দিনব্যাপী সপ্তম ব্রিকস শীর্ষ সম্মেলন। সম্মেলনে অংশ নিতে এরইমধ্যে রাশিয়া পৌঁছেছে ব্রিকস জোটের সদস্য দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপ্রধানরা।
উদ্বোধনী অনুষ্ঠানে সম্মেলনে অংশ নেয়া দেশগুলোর প্রতিনিধিদের স্বাগত জানিয়ে ভাষণ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে উফায় পৌঁছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রধানমন্ত্রী শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এছাড়াও দ্বিপক্ষীয় বৈঠক করেছে রাশিয়া ও চীন। এদিকে একইসঙ্গে এদিন শুরু হয়েছে নিরাপত্তা বিষয়ক আঞ্চলিক জোট সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনে - এসসিও এর শীর্ষ সম্মেলনও। ২০১৬ সালে এই জোটের পূর্ণ সদস্যপদ লাভ করার কথা রয়েছে ভারত ও পাকিস্তানের।