Studypress News
দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট মুন জে ইন
03 Jun 2017

শপথ নিয়েছেন দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট মুন জে ইন। গত বুধবার (১০ মে) সিউলে পার্লামেন্টে দক্ষিণ কোরিয়ার ১৯তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন তিনি।
৬৪ বছর বয়সী এই মানবাধিকার আইনজীবী উদারপন্থী রাজনীতিবিদ। দক্ষিণ কোরিয়ার বর্তমান নীতি থেকে সরে গিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা বাড়াতে চান তিনি। দুর্নীতির কেলেঙ্কারি নিয়ে বিভক্ত দেশকে আবার ঐক্যবদ্ধ করতে অঙ্গীকারবদ্ধ।
দুর্নীতির কেলেঙ্কারিতে জড়িয়ে প্রেসিডেন্ট পার্ক গিউন হে ক্ষমতা ছাড়ার পর গত মঙ্গলবার (৯ মে) আগাম নির্বাচন অনুষ্ঠিত হয় দক্ষিণ কোরিয়ায়।
মুন জে ইন উত্তর কোরীয় একজন শরণার্থীর সন্তান। ১৯৭০–এর দশকে ছাত্র থাকা অবস্থায় তিনি সামরিক শাসক পার্ক চুং হির বিরুদ্ধে আন্দোলনে অংশ নিয়ে কারাভোগ করেন। চুং হি ছিলেন পদচ্যুত প্রেসিডেন্ট পার্ক গিউন হের বাবা।
Important News

Highlight of the week
