Studypress News
সর্বসম্মতভাবে SDG গৃহীত।
28 Sep 2015
নিউইয়র্কে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বিষয়ক শীর্ষ সম্মেলনের প্রথম দিনে এই এসডিজি গৃহীত হয়।
২০৩০ সালের মধ্যে পৃথিবীকে পুরোপুরি দারিদ্র্যমুক্ত করাসহ উন্নয়নকে টেকসই করতে জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্র সর্বসম্মতভাবে টেকসই উন্নয়নের লক্ষ্য বা এসডিজি গ্রহণ করেছে।
২৭/০৯/২০১৫ তারিখ শনিবার নিউইয়র্কে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বিষয়ক শীর্ষ সম্মেলনের প্রথম দিনে এই এসডিজি গৃহীত হয়। ১৭টি লক্ষ্যকে সামনে রেখে আগামী ১৫ বছরের উন্নয়ন পরিকল্পনা রয়েছে এই এসডিজিতে। আগামী বছরের প্রথম দিন থেকে শুরু হবে লক্ষ্য পূরণের এই অভিযাত্রা।
নিউইয়র্কে শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেন, বিশ্বের সব মানুষের জন্য নেতারা নতুন এই লক্ষ্য অর্জনে অঙ্গীকার করেছেন। আরও উন্নত পৃথিবীর জন্য এটি এক সর্বজনীন, সমন্বিত ও রূপান্তরিত স্বপ্ন।
সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের এসডিজি অর্জনের ক্ষেত্রে জোরালো বৈশ্বিক সহযোগিতার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, এসডিজি গ্রহণের ক্ষেত্রে বিশ্ব নেতৃত্ব সর্বসম্মতভাবে যে সিদ্ধান্ত নিয়েছেন, তাঁদের কাছে জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক চুক্তির ক্ষেত্রে তেমনই অঙ্গীকার দেখতে চায় বাংলাদেশ। কারণ, জলবায়ু পরিবর্তন বাংলাদেশের উন্নয়নের অনেক মূল্যবান অর্জনকে ঝুঁকিতে ফেলছে। তবে সম্মেলনে সাধারণ পরিষদের সভাপতি মোনস্ লুকেটফট্ দারিদ্র্য ও বৈষম্যের মতো অসমতার বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে এসডিজিকে ‘উচ্চাভিলাষী’ হিসেবে অভিহিত করেছেন।
এসডিজির ১৭ লক্ষ্যের মধ্যে রয়েছে দারিদ্র্য ও ক্ষুধামুক্ত বিশ্ব, সুস্বাস্থ্য, উন্নত শিক্ষা, নারী-পুরুষ সমতা, বিশুদ্ধ পানি ও পয়োনিষ্কাশন, সহজলভ্য ও পরিবেশবান্ধব জ্বালানি, উন্নত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি, অসমতা বিলোপ, টেকসই শহর ও সমাজ, দায়িত্বশীল উৎপাদন ও ব্যবহার, জলবায়ুর জন্য পদক্ষেপ, শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং লক্ষ্য অর্জনে অংশীদারত্ব।
জাতিসংঘ উন্নয়ন লক্ষ্যের (এমডিজি) সাফল্যের ধারাবাহিকতায় নতুন টেকসই উন্নয়ন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ২০০০ সালে গৃহীত এমডিজিতে বিশ্বের ৭০ কোটি মানুষকে দারিদ্র্যমুক্ত হতে সাহায্য করেছে। এমডিজির আটটি লক্ষ্য পূরণে ২০১৫ সালের মধ্যে দারিদ্র্য কমানোর পাশাপাশি ক্ষুধা, রোগ নিবারণ, লিঙ্গবৈষম্য বিলোপ ও পানি ও পয়োনিষ্কাশনে মানুষের অধিকার নিশ্চিত করার জন্য উন্নয়নশীল বিশ্বের দেশগুলো কাজ করেছে।
***SDG=Sustainable Development Goal (টেকসই উন্নয়ন লক্ষ্য )