Studypress News

ICSB পুরস্কার পেল ২৮টি কোম্পানি।

11 Nov 2015

১০/১১/২০১৫ তারিখ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ১০টি শ্রেণীতে আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০১৪ প্রদান করা হয়।

পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৫৫টি প্রতিষ্ঠান এই পুরষ্কারের জন্য আবেদন করেছিলো।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলামের নেতৃত্বে গঠিত বিচারক কমিটি প্রাতিষ্ঠানিক সুশাসন, জবাবদিহিতা ও স্বচ্ছ সংস্কৃতি প্রতিষ্ঠায় সেরা হিসেবে ওই ২৮টি প্রতিষ্ঠানকে মনোনিত করে।

ব্যাংকিং খাতেঃ

*** স্বর্ণ পদক পেয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড,

*** রৌপ্য পদক পেয়েছে ইউসিবিএল ও

*** তাম্র বা ব্রোঞ্জ পদক পেয়েছে এসআইবিএল।

 

ব্যাংক বহির্ভুত আর্থিক প্রতিষ্ঠান খাতেঃ

*** স্বর্ণ পদক পেয়েছে প্রাইম ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেড,

*** রৌপ্য পদক পেয়েছে আইডিএলসি ফ্যাইন্যান্স ও

*** তাম্র পদক পেয়েছে ডেলটা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেড।

 

বীমা খাতেঃ:

*** স্বর্ণ পদক পেয়েছে গ্রীণ ডেল্টা ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড,

*** রৌপ্য পদক পেয়েছে প্রাইম ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড ও

*** তাম্র পদক পেয়েছে পপুলার লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড।

 

ওষুধ ও রসায়ন কোম্পানী খাতেঃ

*** স্বর্ণ পদক পেয়েছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড,

*** রৌপ্য পদক পেয়েছেস্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড ও

*** তাম্র পদক পেয়েছে এসিআই।

 

বস্ত্র ও তৈরী পোশাক খাতেঃ

*** স্বর্ণ পদক পেয়েছে স্কয়ার টেক্সটাইল ও

*** রৌপ্য পদক পেয়েছে এনভয় টেক্সটাইল।

 

খাদ্য ও খাদ্যজাত কোম্পানি খাতেঃ

*** স্বর্ণ পদক পেয়েছে গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড,

*** রৌপ্য পদক পেয়েছে এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানী লিমিটেড।

 

আইটি, টেলিযোগাযোগ ও সেবা প্রতিষ্ঠান খাতেঃ

*** স্বর্ণ পদক পেয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানী লিমিটেড,

*** রৌপ্য পদক পেয়েছে ইউনিক রিসোর্ট লিমিটেড আর

*** তাম্র পদক পেয়েছে বিডিকম অনলাইন লিমিটেড।

 

প্রকৌশল খাতেরঃ

*** স্বর্ণ পদক পেয়েছে সিঙ্গার বাংলাদেশ,

***রৌপ্য পদক পেয়েছে বিএসআরএম স্টিল আর

***তাম্র পদক পেয়েছে রতনপুর স্টিল রি-রোলিং মিলস।

 

সাধারণ উৎপাদন খাতেঃ

*** স্বর্ণ পদক পেয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড,

***রৌপ্য পদক পেয়েছে প্রিমিয়ার সিমেন্ট মিলস ও

***তাম্র পদক পেয়েছে হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড।

 

জ্বালানী ও শক্তি খাতেঃ

***স্বর্ণ পদক পেয়েছে সামিট পাওয়ার লিমিটেড,

***রৌপ্য পদক পেয়েছে এমজেএল বাংলাদেশ লিমিটেড এবং

***তাম্র পদক পেয়েছে লিন্ডে বাংলাদেশ লিমিটেড।

আইসিএসবির সভাপতি আসাদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের জেষ্ঠ সচিব হেদায়েতুল্লাহ আল মামুন ও বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এম খায়রুল হোসাইন।

অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।