Studypress News

সকল নিয়োগ পরীক্ষার জন্য: সমসাময়িক বিশ্ব ১০০টি প্রশ্ন উত্তরসহ

22 May 2017

1. মেক্সিকোর প্রেসিডেন্ট কে?

(A) এস পেন

(B) এনরিক পেন নিয়েতা (উ:)

(C) এন্তোনি গুতিরেস

(D) বিল ইংলিশ

2. বরেণ্য গীতিকবি কুটি মনসুরের কবে মারা যান?

(A) ২১ জানুয়ারি

(B) ২৪ জানুয়ারি (উ:)

(C) ২৩ জানুয়ারি

(D) ৩১ জানুয়ারি

3. ‘বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর’ কোথায় অবস্থিত?

(A) মিরপুরে

(B) হাজারিবাগ

(C) রাজারবাগে (উ:)

(D) নিউ মার্কেট

4. যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প কবে শপথ গ্রহণ করেন?

(A) ২১ জানুয়ারি

(B) ২২ জানুয়ারি

(C) ২৩ জানুয়ারি

(D) ২০ জানুয়ারি (উ:)

 

5. স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভেঙ্গে কোন দুটি বিভাগ গঠন করা হয়েছে?

(A) জননিরাপত্তা ও জন সেবা

(B) জন সেবা ও সুরক্ষা

(C) জননিরাপত্তা ও সুরক্ষাসেবা (উ:)

(D) কোনটিই নয়

6. ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ৪৭তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

(A) জেনেভা

(B) দাভোসে (উ:)

(C) নিউইয়র্ক

(D) অন্টারিও

 

7. সম্প্রতি ভ্যাটিকান সিটিতে দূতাবাস চালু করেছে কোন দেশ?

(A) আফগানিস্তান

(B) ফিলিস্তিন (উ:)

(C) পাকিস্তান

(D) সৌদি আরব

8. ‘বঙ্গবন্ধু সিলিকন সিটি’ নামে হাই-টেক পার্কের ভিত্তিপ্রস্তর কোথায় স্থাপন করা হয়েছে?

(A) যশোর মহানগরীতে

(B) চট্টগ্রাম মহানগরীতে

(C) সিলেট মহানগরীতে

(D) রাজশাহী মহানগরীতে (উ:)

9. টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড কার?

(A) তামিম ইকবাল

(B) সাকিব আল হাসান (উ:)

(C) মেহেদি মারুফ

(D) নাসির হোসেন
10. সুইজারল্যান্ডে ফিফার সভায় বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণকারী দলের সংখ্যা কতটিতে করার প্রস্তাব অনুমোদিত

হয়েছে?

(A) ৪২ টি তে

(B) ৪৩ টি তে

(C) ৪৪ টি তে

(D) ৪৮টিতে (উ:)

11. যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা কোথায় বিদায়ী ভাষণ দেন?

(A) নিউইয়র্ক
(B) শিকাগোতে (উ:)

(C) ক্যালিফোরনিয়া

(D) ভারজিনিয়া

12. বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে?

(A) ১১জানুয়ারি

(B) ১০ জানুয়ারি(উ:)
(C) ২০ জানুয়ারি

(D) ৩০ জানুয়ারি

13. সম্প্রতি রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশ সফর করা মিয়ানমারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাম?

(A) কিয়াও তিন (উ:)

(B) মারিও সোয়ারেস

(C) রবার্ট মুগাবে

(D) আফকো এদো

14. পর্তুগালের গণতন্ত্রের জনক কে?

(A) তাইপ এরদোগান

(B) মারিও সোয়ারেস (উ:)

(C) রবার্ট মুগাবে

(D) আফকো এদো

15. ঘানার নতুন প্রেসিডেন্ট কে?

(A) তাইপ এরদোগান

(B) আকুফো এদো (উ:)

(C) রবার্ট মুগাবে

(D) মারিও সোয়ারেস

16. "হেরোরো’ ও ‘নামা’ কি?

(A) আফ্রিকার আদি জনগোষ্ঠী

(B) নাইজেরিয়ার আদি জনগোষ্ঠী

(C) কানাডার আদি জনগোষ্ঠী

(D) নামিবিয়ার আদি জনগোষ্ঠী (উ:)

17. সম্প্রতি জাপান কোন দেশ থেকে সাময়িকভাবে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয়?
(A) উত্তর কোরিয়া

(B) দক্ষিণ কোরিয়া (উ:)

(C) চীন

(D) তাইওয়ান

18. কত দশক পর যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষর।

(A) প্রায় চার দশক

(B) প্রায় তিন দশক

(C) প্রায় পাঁচ দশক (উ:)

(D) প্রায় দুই দশক

19. যুদ্ধাপরাধের দায়ে ফ্রান্সে গ্রেপ্তার কসোভোর সাবেক প্রধানমন্ত্রীর নাম?

(A) হাশিম থাছি

(B) রামোস হারডিনাজ (উ:)

(C) টোমিস্লাভ নিকোলিক
(D) অটিফটে ইয়াহইয়াগা

20. হাইতির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কে?

(A) মারিও হেজেল

(B) জোভেনেল মাইজি (উ:)

(C) রবার্ট মুগাবে

(D) কেউ নয়

21. জাতিসংঘের নতুন মহাসচিব অ্যান্টোনিও কবে দায়িত্ব গ্রহণ করেন?

(A) ৩১ জানুয়ারি, ২০১৭

(B) ১১ জানুয়ারি, ২০১৭

(C) ২১ জানুয়ারি, ২০১৭

(D) ১ জানুয়ারি, ২০১৭ (উ:)
22. প্রধানমন্ত্রী শেখ হাসিনা২০১৭ সালের জন্য ‘প্রোডাক্ট অব দ্য ইয়ার’ ঘোষণা করেন কোনটিকে?

(A) পোশাক

(B) চামড়াকে (উ:)

(C) কুটির শিল্প

(D) তাত শিল্প

23. বর্তমানে বাংলাদেশ পুলিশের মোট সদস্য সংখ্যা ১ লাখ ৯৪ হাজার ৭১৩ জন। বাংলাদেশে জনগণ ও পুলিশ সদস্যের অনুপাত-

(A) ২০০ঃ১

(B) ৩০০ঃ১

(C) ৪০০:১

(D) ৮০০ঃ১ (উ:)

24. বর্তমানে বাংলাদেশ পুলিশের মোট সদস্য সংখ্যা ১ লাখ ৯৪ হাজার ৭১৩ জন। জাতিসংঘের জনগণ ও পুলিশ

সদস্যের আদর্শ অনুপাত

(A) ২০০ঃ১

(B) ৩০০ঃ১

(C) ৪০০:১ (উ:)

(D) ৮০০ঃ১

25. বিশ্বব্যাংকের ডুয়িং বিজনেস প্রতিবেদন অনুযায়ী, সহজে ব্যবসা করা যায় এমন ১৮৯ দেশের তালিকায়

বাংলাদেশের অবস্থান

(A) ১৭৫ তম

(B) ১৭৪ তম

(C) ১৪২ তম

(D) ১৭৬ তম (উ:)

26. নতুন হিসাব অনুযায়ী এডিপিতে বিদেশির সহায়তার পরিমাণ দাঁড়াবে-

(A) ২০ হাজার কোটি টাকা

(B) ৩৩ হাজার কোটি টাকা (উ:)

(C) ২২ হাজার কোটি টাকা

(D) ১৫ হাজার কোটি টাকা।

27. সম্ভাব্য সামরিক সংঘাতের উত্তেজনায় গাম্বিয়া ছাড়লেন দেশটির সদ্য সাবেক প্রেসিডেন্ট ইয়াহিয়া জামেহ।

নির্বাসনে যাওয়ার মাধ্যমে জামেহর কত বছরের শাসনের অবসান হল-

(A) ২১

(B) ৩৩

(C) ২২ (উ:)

(D) ১১

28. বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কবে -

(A) ২০২০

(B) ২০২১ (উ:)
(C) ২০২২

(D) ২০২৩

29. যুক্তরাষ্ট্রের নতুন ফার্স্ট লেডি

(A) ভিক্টোরিয়া ট্রাম্প

(B) নাতাশা ট্রাম্প

(C) মেলানিয়া ট্রাম্প (উ:)

(D) জ্যাকুলিন ট্রাম্প

30. ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভায় দুই সদস্যের নিয়োগের বিষয়টি মার্কিন সিনেট অনুমোদন করেছে। তাঁরা হলেন -

(A) শিক্ষামন্ত্রী বেটলি ডেবস ও বাণিজ্য মন্ত্রী উইলবার রস

(B) প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস এবং হোমল্যান্ড সিকিউরিটি প্রধান জন কে (উ:)

(C) সহকারী বাণিজ্যমন্ত্রী টড রিকেটস ও রাজস্ব মন্ত্রী স্টিভ মিনশিন

(D) বার্নি স্যান্ডারস ও এলিজাবেথ ওয়ারেন

31. ট্রাম্প ইসলামি চরমপন্থা তাঁর পররাষ্ট্রনীতির কেন্দ্রে রেখেছেন-
(A) বর্ণবাদের বিরুদ্ধে লড়াই

(B) ইসলামি চরমপন্থার বিরুদ্ধে লড়াই (উ:)

(C) সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই

(D) চীনের বিরুদ্ধে লড়াই

32. ট্রাম্পের বক্তৃতাকে শুধুই এক তীব্র হতাশা হিসেবে বর্ণনা করা যায়-

(A) নিউ এজ

(B) ওয়াশিংটন পোস্ট (উ:)

(C) নিউইয়র্ক টাইম

(D) হাফিংটন পোস্ট

33. যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর অভিষেক অনুষ্ঠানে দেওয়া ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতায়

তিনটি বিষয়কে প্রাধান্য -

(A) সন্ত্রাসবাদ, জাতীয়তাবাদ,শান্তি

(B) সংরক্ষণবাদ, লোকরঞ্জনবাদ ও জাতীয়তাবাদ (উ:)
(C) বর্ণবাদ, সংরক্ষণবাদ ও শান্তি

(D) শান্তি, সমৃদ্ধি ও ভ্রাতৃত্ব

34. ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৫তম প্র্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন-

(A) ২০/০১/২০১৭ (উ:)

(B) ২১/০১/২০১৭
(C) ২৩/০১/২০১৭

(D) ২৪/০১/২০১৭

35. ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে?

(A) ২১ শে ফেব্রুয়ারী শহীদ মিনারে ফুল প্রদান

(B) পান্তা ইলিশ

(C) পয়লা বৈশাখের মঙ্গল শোভা যাত্রা (উ:)

(D) পহেলা ফাল্গুনের উৎসব

36. থাইল্যান্ডের নতুন রাজা কে?

(A) রাজা ভুমিবল

(B) মেঘবতী সুকরনপুত্রী

(C) যুবরাজ মহা ভাজিরালংকর্ন (উ:)

(D) মহারাজা জিগমে ওয়াংচুক

37. মেজর খালেদস ওয়ার তথ্যচিত্রটির পরিচালক কে?

(A) সাংবাদিক ভানিয়া কেউলি

(B) সাংবাদক রেডলি (উ:)
(C) সাংবাদিক ডেভিড ফ্রস্ট

(D) সাংবাদিক রিচারড মরগান


38. সহজে বাণিজ্য করা যায় এমন দেশের এ বছরের তালিকায় বাংলাদেশের অবস্থান?

(A) ১১১ তম

(B) ১২৪ তম

(C) ১২৩তম (উ:)

(D) ১২৮ তম

39. এডেন শহর কোন দেশে?

(A) সিরিয়া

(B) লেবানন

(C) ইয়েমেন (উ:)

(D) ইংল্যান্ড

40. ভিক্টোরিয়া ওকাম্পো কে?

(A) বুদ্ধিজীবী

(B) লেখক

(C) সাহিত্য সমালোচক

(D) সবগুলো (উ:)

41. অভিবাসন নিয়ে বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সম্মেলন?

(A) গ্লোবাল ফ্যাসিলিটি অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (জিএফএমডি)

(B) গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডিসাস্টার (জিএফএমডি)

(C) গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (জিএফএমডি) (উ:)

(D) জিওলজিক্যাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (জিএফএমডি)

42. নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী?

(A) মারগারেট

(B) বিল ইংলিশ (উ:)

(C) থেরেসা মে

(D) ক্রিস্টিনা কিরচনার

 

43. ‘নোবেল পাওয়ার অনুভূতি চাঁদে দাঁড়ানোর মতো’কে বলেছেন?

(A) ভি এস নাইপল

(B) বব ডিলান (উ:)

(C) ড। মোহাম্মদ ইউনুস

(D) স্টিফেন হকিং

44. বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর জিতেছেন কে?

(A) আর্জেন্টিনার মেসি

(B) ব্রাজিলের নেইমার

(C) পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো (উ:)

(D) ফ্রান্সের গ্রিজনান

 

45. ‘দ্য স্টোরি অব বাংলাদেশ’ গানটির গীতিকার ও সুরকার?
(A) জর্জ হ্যারিসন

(B) জোয়ান বায়েজ (উ:)

(C) মাইলস কেনেডি

(D) রবার্ট হেনরিক

46. ‘১৯৭১: আ গ্লোবাল হিস্টরি অব দ্য ক্রিয়েশন অব বাংলাদেশ’ বইটির লেখক?

(A) তসলিমা নাসরিন

(B) তাহমিমা আমাম

(C) খুশবন্ত সিং

(D) শ্রীনাথ রাঘভন (উ:)

47. মার্কিন বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বসের মতে বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান কে?

(A) বারাক ওবামা

(B) ভ্লাদিমির পুতিন (উ:)
(C) ডোনাল্ড ট্রাম্প

(D) নরেন্দ্র মোদি

48. কোন দেশ বিশ্বের প্রথম দেশ হিসেবে ‘তিন মা-বাবার সন্তান’ জন্ম দেওয়ার প্রক্রিয়াকে অনুমোদন দেয়-

(A) চীন

(B) যুক্তরাজ্য

(C) যুক্তরাষ্ট্র (উ:)

(D) ভারত

49. বিশ্ব অভিবাসন দিবস?

(A) ১৫ ডিসেম্বর

(B) ১৭ডিসেম্বর
(C) ১৯ডিসেম্বর

(D) ১৮ ডিসেম্বর (উ:)

50. বর্তমানে গেজেট আকারে প্রকাশিত তালিকাভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা?

(A) প্রায় ২ লাখ ১৫ হাজার। (উ:)

(B) প্রায় ৫লাখ ১৫ হাজার।

(C) প্রায় ৪ লাখ ১৫ হাজার।

(D) প্রায় ৪লাখ ১৫ হাজার।
(fb/BDGovernmentJobs)

51. আইসিসির বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় কে?

(A) অশ্বিন

(B) তাসকিন আহমেদ

(C) এলিস মুনরো

(D) মোস্তাফিজুর রহমান। (উ:)

52. দেশের প্রথম জেলা পরিষদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?।

(A) ১৫ ডিসেম্বর

(B) ১৭ডিসেম্বর

(C) ১৯ডিসেম্বর

(D) ২৮ ডিসেম্বর (উ:)

53. আপটা (APTA) কি?

(A) এরাবিক প্যাসিফিক ট্রেড অ্যাগ্রিমেন্টে (আপটা)(উ:)

(B) এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া (আপটা)

(C) আটলান্টিক প্যাসিফিক ট্রেড অ্যাগ্রিমেন্টের (আপটা)

(D) আফ্রিকান প্যাসিফিক ট্রেড অ্যাগ্রিমেন্টের (আপটা)

54. আপটায় নতুন দেশ হিসেবে যুক্ত হচ্ছে?

(A) চীন

(B) ভারত

(C) মঙ্গোলিয়া (উ:)

(D) আফগানিস্তান

55. দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র?
(A) নাফ

(B) হালদা (উ:)

(C) মেঘনা

(D) পদ্মা

56. সৈয়দ শামসুল হকের সর্বশেষ গল্পগ্রন্থ?

(A) শীত বিকেল

(B) রক্তগোলাপ

(C) আনন্দের মৃত্যু

(D) জন্মান্ধ রমজান। (উ:)

57. আইএমএফের তথ্য অনুযায়ী, ২০১৬ সালে বাংলাদেশ হবে?

(A) ৪০তম বৃহৎ অর্থনীতি

(B) ৪৩তম বৃহৎ অর্থনীতি।

(C) ৪৪ তম বৃহৎ অর্থনীতি।

(D) ৪৫তম বৃহৎ অর্থনীতি।(উ:)

58. বাংলাদেশের সবচেয়ে খরুচে প্রকল্প?

(A) রামপাল বিদ্যুৎ প্রকল্প।

(B) ভেড়ামারা বিদ্যুৎ প্রকল্প।

(C) রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প।(উ:)

(D) পদ্মা সেতু


59. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটিতে ঋণ দেবে?

(A) ভারত

(B) রাশিয়া (উ:)

(C) চীন

(D) জাপান

60. সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট?

(A) ভ্লাদিমির পুতিন

(B) মিখাইল গর্বাভেচ (উ:)

(C) লেনিন

(D) মুসোলিনি

61. সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট?
(A) ভ্লাদিমির পুতিন

(B) মিখাইল গর্বাভেচ (উ:)

(C) লেনিন

(D) মুসোলিনি

62. দেশে প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়-

(A) ২৮ ডিসেম্বর, ২০১৬ (উ:)

(B) ২৮ ডিসেম্বর, ২০০৯

(C) ২৮ ডিসেম্বর, ২০১১
(D) ২৮ ডিসেম্বর, ১৯৭২

63. ২০১৬ সালের ব্যালন ডি'অর জিতেছেন কে?

(A) লিওনেল মেসি

(B) ক্রিস্টিয়ানো রোনালদো (উ:)

(C) গ্রিজম্যান

(D) নেইমার

64. টাইম ম্যাগাজিন ২০১৬ সালের ‘পারসন অব দ্য ইয়ার’-

(A) হিলারি ক্লিনটন
(B) ডোনাল্ড ট্রাম্প (উ:)
(C) নরেন্দ্র মোদি

(D) ভ্লাদিমির পুতিন
 

65. তিনজনের ডিএনএ থেকে শিশুর জন্ম দিয়েছেন কোন দেশের বিজ্ঞানীরা?

(A) যুক্তরাষ্ট্র (উ:)

(B) যুক্তরাজ্য

(C) কানাডা

(D) মেক্সিকো

66. সার্কের রীতি অনুসারে জোটভুক্ত কয়টি দেশ অংশ নিতে অপারগ হলে সম্মেলন হতে পারে না?

(A) সংখ্যাগরিষ্ঠ

(B) সংখ্যালঘিষ্ঠ

(C) একটি (উ:)

(D) সবকটি সদস্য

67. আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে কয়জন বোলার একই ভেন্যুতে ১০০টি ওডিআই উইকেট নিয়েছেন?
(A) ১ জন

(B) ২ জন

(C) ৩ জন (উ:)

(D) ৪ জন

68. বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচকে বাংলাদেশের অবস্থান?

(A) ১০৫তম
(B) ১০৬তম (উ:)

(C) ১১০তম

(D) ১১১তম

69. শিমন পেরেজ কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?

(A) সুইডেন

(B) ইসরায়েল  (উ:)

(C) অস্ট্রিয়া
(D) ইউক্রেন

70. প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন কবে?

(A) ২৭ সেপ্টেম্বর

(B) ২৮ সেপ্টেম্বর (উ:)

(C) ২৯ সেপ্টেম্বর

(D) ৩০ সেপ্টেম্বর

71. সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক কবে মারা যান?

(A) ২৭ সেপ্টেম্বর

(B) ২৮ সেপ্টেম্বর (উ:)

(C) ২৯ সেপ্টেম্বর

(D) ২৬ সেপ্টেম্বর
72. তিন ফরম্যাটেই বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী কে?

(A) মাশরাফি

(B) সাকিব (উ:)

(C) রাজ্জাক

(D) ক ও খ

73. বিশ্বের সবচেয়ে বড় রেডিও টেলিস্কোপের নির্মাতা কোন দেশ?

(A) যুক্তরাষ্ট্র

(B) যুক্তরাজ্য

(C) চীন (উ:)

(D) সুইজারল্যান্ড

74. অর্থনৈতিক স্বাধীনতা সূচক-২০১৬ এ বাংলাদেশের অবস্থান?
(A) ১২১তম (উ:)

(B) ১২২তম

(C) ১৪০তম

(D) ১৪১ তম

75. আন্তর্জাতিক শান্তি দিবস কবে?

(A) ২০ সেপ্টেম্বর

(B) ২১ সেপ্টেম্বর (উ:)

(C) ২২ সেপ্টেম্বর

(D) ২৩ সেপ্টেম্বর

76. প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন পুরস্কার দেয়া হয় কেন?

(A) নারীর ক্ষতায়নের জন্য (উ:)

(B) শান্তির জন্য

(C) বৈশ্বিক উষ্ণতা রোধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য

(D) কোনটি নয়

 

77. মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কোন দেশের সাবেক প্রেসিডেন্টকে সম্প্রতি বিশেষ সম্মাননা দেয়া হয়?

(A) মালয়েশিয়ার

(B) ভুটানের
(C) ভারতের

(D) কানাডার (উ:)

78. ‘আলাপন’ কি?   

(A) সরকারি কর্মকর্তাদের অ্যাপ (উ:)

(B) প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অ্যাপ

(C) স্বাস্থ্যকর্মীদের অ্যাপ

(D) কোনটি নয়

79. সম্প্রতি কোন দেশ টি-টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড করে?

(A) শ্রীলঙ্কা

(B) ওয়েস্ট ইন্ডিজ

(C) অস্ট্রেলিয়া (উ:)
(D) সাউথ আফ্রিকা

80. অজ্ঞাতনামা চলচ্চিত্রটির পরিচালক কে?

(A) তৌকীর আহমেদ (উ:)

(B) তানভীর মোকাম্মেল

(C) ফরিদুর রেজা সাগর

(D) জাহিদ হাসান

81. ইসমাইল কারিমভ কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?

(A) বসনিয়া

(B) উজবেকিস্তান (উ:)

(C) তাজিকিস্তান

(D) তুরস্ক

82. জি-২০ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

(A) কানাডা

(B) চীন (উ:)

(C) যুক্তরাজ্য

(D) কোনটি নয়

83. জাতিসংঘ ই-গভর্নমেন্ট উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান?

(A) ১২৪তম (উ:)

(B) ১২৫তম

(C) ১২৬তম

(D) ১২৭তম

 

84. সীমান্ত ব্যাংক বাংলাদেশের কততম তফসিলি ব্যাংক?

(A) ৫৫তম

(B) ৫৬তম
(C) ৫৭তম (উ:)

(D) ৫৪তম

85. বাংলাদেশ এ পর্যন্ত কয়টি টেস্ট জিতেছে?

(A) ৫টি

(B) ৬টি

(C) ৭টি

(D) ৮টি (উ:)

 

86. গত অর্থবছরে বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে শীর্ষে কোন দেশ?
(A) যুক্তরাজ্য

(B) যুক্তরাষ্ট্র (উ:)

(C) হংকং

(D) চীন

87. বাল্টিক দেশ কয়টি?

(A) ৪টি
(B) ২টি

(C) ৩টি (উ:)

(D) ৫টি

88. গ্র্যানোলা কিসের নাম?

(A) ধানের জাতের নাম

(B) গমের জাতের নাম

(C) ভুট্টার জাতের নাম

(D) আলুর জাতের নাম (উ:)
89. ত্রিপুরার আমাবাসা থেকে কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ এনে ঢাকায় সমাহিত করা হয়?

(A) বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের

(B) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের (উ:)

(C) বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীরের

(D) বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের

 

90. ২০১৬ সালের ম্যানবুকার পুরস্কার জিতেছেন কে?

(A) হিলারি ম্যান্টেল

(B) পল বিটি (উ:)

(C) হাওয়ার্ড জ্যাকবসন
(D) মারলন জেমস

91. বর্তমানে দেশে উপজেলার সংখ্যা কত?

(A) ৪৮৮ টি

(B) ৪৮৯ টি

(C) ৪৯০ টি

(D) ৪৯১ টি (উ:)

92. বাংলাদেশের মাথাপিছু আয় বর্তমানে কত?

(A) ১৪৬৬ ডলার

(B) ১৪৬৫ ডলার (উ:)

(C) ১৩৬৫ ডলার

(D) ১৩৬৬ ডলার

93. ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হার কত?

(A) ৭.০১%

(B) ৭.১১% (উ:)

(C) ৭.০২%

(D) ৭.১২%

94. ২০১৮ বিশ্বকাপ ফুটবলের মাসকটের নাম কি?
(A) ব্রাজুকা

(B) জাবুলানি

(C) জাবিভকা (উ:)

(D) কোনটি না

95. জাঙ্গল ক্যাম্প শরণার্থী শিবিরটি কোন দেশে অবস্থিত?

(A) গ্রিস

(B) জার্মানি

(C) ফ্রান্স (উ:)

(D) যুক্তরাজ্য

96. পাটপণ্যে বাংলাদেশের দ্বিতীয় প্রধান বাজার কোনটি?
(A) যুক্তরাজ্য

(B) যুক্তরাষ্ট্র

(C) জার্মানি

(D) ভারত (উ:)

 

97. আইপিইউ’র বর্তমান সদস্য সংখ্যা কত?

(A) ‌১৫০

(B) ১৬০
(C) ১৭০ (উ:)

(D) ১৮০

98. ফাস্তাকিম গ্রুপ কোন দেশের বিদ্রোহী সংগঠন?

(A) ইরাক

(B) পাকিস্তান

(C) ইরান

(D) সিরিয়া (উ:)
99. জাতিসংঘ দিবস কবে?

(A) ২১ অক্টোবর

(B) ২২ অক্টোবর

(C) ২৩ অক্টোবর

(D) ২৪ অক্টোবর (উ:)

100. বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে কত জন মানুষ বাস করে?

(A) ৭৫০ জন

(B) ৯০০ জন

(C) ১০০০ জন

(D) ১২০০ জন (উ:)

∎StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Sign up Now)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

Or, স্টাডিপ্রেসে আপনার রেজিস্ট্রেশন করা আছে কিন্তু "পাসওয়ার্ড " ভুলে গেছেন। তাহলে আপনার "ই-মেইল" ও "মোবাইল নম্বর" studypress FB page -এ Message পাঠান। নতুন পাসওয়ার্ড দেওয়া হবে।

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(০১৯১৭-৭৭৭০২১)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7

 

# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। ০১৯১৭৭৭৭০২১/০১৭১৯৪৩৪৮৮৫ আমাদের বিকাশ নাম্বার।