Studypress News
পূবালী ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি: বঙ্গানুবাদ (পূবালী ব্যাংক সিনিয়র অফিসার ২০১৪)
21 May 2017
National Budget of a country is the annual program of the Government’s expenditure and income for a fiscal year. In a developing economy like Bangladesh, the annual national budget reflects the government’s development philosophy, priorities and approaches towards equity and social justice. The role of the public sector to provide infrastructure and basic public goods is to create an enabling environment for the private sector to act as the engine of economic growth through the national budget. As the national budget formulated annually may undermine the economic stability and growth prospect in the medium term, it seems to be myopic. Medium Term Budgetary Framework (MTBF) is an effective measure for redressing the problems emanating from the short time limit of the annual budget. The framework of MTBF must be inclusive and bottom up to reach Bangladesh in a trajectory of high-performing quality growth for all secured and capacity building combined with creativity enhanced, social justice established, interpersonal and regional income disparity reduced, and a capacity to tackle the adverse effects of climate change achieved as envisioned in the Government’s Outline Perspective Plan (2010-2021)
একটি দেশের জাতীয় বাজেট একটি অর্থবছরের জন্য সরকারের ব্যয় এবং আয়ের বাৎসরিক কর্মসূচী। বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল অর্থনীতিতে বাৎসরিক জাতীয় বাজেট সরকারের উন্নয়ন, দর্শন, অগ্রাধিকারসমূহ এবং সমতা ও সামাজিক ন্যায়বিচারের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটায়। অবকাঠামো এবং জনগণের মৌলিক কল্যাণগুলো যোগান দিতে সরকারি খাতের ভূমিকা হলো বেসরকারি খাতের জন্য একটি অনুকূল পরিবেশ সৃষ্টি করা যাতে করে তা জাতীয় বাজেটের মাধ্যমে অর্থনৈতিক উন্নতির চালিকাশক্তি হিসেবে কাজ করতে পারে। যেহেতু বাৎসরিকভাবে তৈরি করা জাতীয় বাজেট মাঝামাঝি মেয়াদে অর্থনৈতিক স্থিতিশীলতা ও উন্নতির সম্ভাবনাকে দুর্বল করে ফেলতে পারে, কাজেই এটা অদূরদর্শী মনে হয়। মাঝামাঝি মেয়াদের বাজেটীয় কাঠামো বাৎসরিক বাজেটের স্বল্প মেয়াদের কারণে সৃষ্ট সমস্যাগুলোর প্রতিকারের জন্য একটি কার্যকরী পদক্ষেপ। মাঝামাঝি বাজেটীয় নির্মাণ কাঠামোকে অবশ্যই হতে হবে সব কিছু সমেত এবং কম গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অন্তর্ভূক্ত থাকবে যা বাংলাদেশকে উচ্চ ক্ষমতার মানসম্পন্ন বৃদ্ধির দিকে নিয়ে যাবে যেখান পণ্য সামগ্রীর মূল্য স্থির থাকবে এবং মানব দারিদ্র্যকে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসা হবে। সবার জন্য স্বাস্থ্য ও শিক্ষা নিশ্চিত হবে এবং সামর্থ্য বৃদ্ধির সাথে যোগ হবে সৃজনশীলতার বিকাশ, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, পারস্পরিক ও আঞ্চলিক আয় বৈষম্য কমানো হবে এবং জলবায়ু পরিবর্তনের বৈরী প্রতিক্রিয়াগুলোকে মোকাবেলার করার সামর্থ্য অর্জিক হবে যেমনটি সরকারের আউটলাইন পার্সপেকটিভ প্ল্যানে (Outline Perspective Plan (2010-2021) এ আশা করা হয়েছে।
∎StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--
-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।
-- তারপর, (Sign up Now)-এ Click করুন।
-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।
- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।
Or, স্টাডিপ্রেসে আপনার রেজিস্ট্রেশন করা আছে কিন্তু "পাসওয়ার্ড " ভুলে গেছেন। তাহলে আপনার "ই-মেইল" ও "মোবাইল নম্বর" studypress FB page -এ Message পাঠান। নতুন পাসওয়ার্ড দেওয়া হবে।
∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-
১। সরাসরি কথা বলুন-(০১৯১৭-৭৭৭০২১)
২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,
৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।
∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7
# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। ০১৯১৭৭৭৭০২১ আমাদের বিকাশ নাম্বার।