Studypress News

চিলিতে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত।

11 Nov 2015

চিলির মধ্যভাগের সমুদ্র তীরবর্তী অঞ্চলে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় সময় ১০/১১/২০১৫ তারিখ মঙ্গলবার রাত আটটা ৫৪ মিনিটে ওই ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। ১১/১১/২০১৫ তারিখ বুধবার বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল দেশটির বন্দরনগরী কোকুইম্বো থেকে ৯৫ কিলোমিটার উত্তর-পশ্চিমের সমুদ্র তীরবর্তী অঞ্চলে। প্রাথমিকভাবে রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ৬ দশমিক ৬ ছিল বলে জানিয়েছিল ইউএসজিএস।