Studypress News

অগ্রণী ব্যাংক সিনিয়র অফিসার ২০১৭: বাংলা (সকাল, নির্ভুল সমাধান)

20 May 2017

# কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস?

উ: কাঁদো নদী কাঁদো

# কোনটি শুদ্ধ বাক্য?

উ: দুর্বলতাবশতঃ অনাথা বসে পড়ল

# কাদম্বিনী শব্দের অর্থ?

উ: মেঘমালা

# ধোপদুরস্ত বাগধারাটির অর্থ?

উ: পরিপাটি

# The man is off his head-

উ: লোকটির মাথা খারাপ হয়েছে

# বাংলা একাডেমীর অভিধান অনুযায়ী নিচের কোন বর্ণনাক্রমটি সঠিক?

উ: গাওয়া, গাং, গাঁ, গাঙ্গ

# কাকে ‘কবিকঙ্কণ’ উপাধিতে ভূষিত করা হয়?

উ: মুকুন্দরাম

# ‘প্যারীচাঁদমিত্রের’ ছদ্মনাম কি?

উ: টেঁকচাদ ঠাকুর

# জেলখানায় বন্দী থাকাকালে মুনীর চৌধুরী রচিত নাটক?

উ: কবর

# কোন বাগধারাটির অর্থ ভিন্ন?

পঞ্চত্ব প্রাপ্তি///ছা-পোষা///অগস্ত্য যাত্রা///অক্কা পাওয়া

উ: ছা-পোষা

# ‘হাতির ডাক’-কে এক কথায় কি বলে?

উ: বৃংহতি

# মৃন্ময়’ শব্দের সন্ধি বিচ্ছেদ-

উ: মৃৎ+ময়

# ‘দারোগা’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?

উ: তুর্কি

# ‘আম-কুড়ানো’ কোন সমাস?

উ: দ্বিতীয়া তৎপুরুষ

# ‘যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়’। বাক্যটিতে ‘বাঘের’ শব্দটির কারক ও বিভক্তি কোনটি?

উ: অপাদান কারকে ৬ষ্ঠী

# কোন সমাসে ব্যাসবাক্য হয় না?

উ: নিত্য সমাসে

# কোনটি প্রবাদ?

উ: ধর্মের কল বাতাসে নড়ে

# ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ কোনটি?

উ: মালিকা

# সাধু ও চলিত রীতির পার্থক্য সূচিত হয়-

উ: ক্রিয়াপদ ও সর্বনামে 

∎StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Sign up Now)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।


Or, স্টাডিপ্রেসে আপনার রেজিস্ট্রেশন করা আছে কিন্তু "পাসওয়ার্ড " ভুলে গেছেন। তাহলে আপনার "ই-মেইল" ও "মোবাইল নম্বর" studypress FB page -এ Message পাঠান। নতুন পাসওয়ার্ড দেওয়া হবে।

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(০১৯১৭-৭৭৭০২১)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।


∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7

# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। ০১৯১৭৭৭৭০২১/০১৭১৯৪৩৪৮৮৫ আমাদের বিকাশ নাম্বার।