Studypress News

বার্লিনে অনুষ্ঠিত হল সপ্তম বৈশ্বিক সামাজিক ব্যবসা সম্মেলন।

08 Nov 2015

জার্মানির রাজধানী বার্লিনে অনুষ্ঠিত হল সপ্তম বৈশ্বিক সামাজিক ব্যবসা সম্মেলনের।


বার্লিনের অব্যবহৃত টেম্পলহোপ বিমানবন্দরে ৪ নভেম্বর থেকে সম্মেলন শুরু হয় আর ৬/১১/২০১৫ তারিখ শুক্রবার সন্ধ্যায় তার পর্দা ওঠে। সম্মেলনের মূল আকর্ষণ থাকেন সামাজিক ব্যবসা ধারণার প্রবক্তা ড. মুহাম্মদ ইউনূস। তবে এবার তিনি উপস্থিত ছিলেন না। আয়োজকেরা মনে করছেন ইউনূসের অনুপস্থিতি সত্ত্বেও সম্মেলনটি বেশ সফলভাবে শেষ হয়েছে।


সমাপনী দিনের সর্বশেষ প্যানেল আলোচনায় অংশ নিয়ে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিভাগ ইউএনডেসার সহকারী মহাসচিব থমাস গেস বলেন, জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে সামাজিক ব্যবসা কার্যকর ভূমিকা রাখতে পারে।
সমাপনী দিনের অপর এক কর্ম-অধিবেশনে বোস্টন কনসালটিং গ্রুপের ইউরোপীয় অঞ্চলের প্রধান আলরিচ ভিলিচ বলেন, অংশীদারি ব্যবসার প্রক্রিয়াটি অনেকাংশে কষ্টকর হলেও দীর্ঘমেয়াদে এর ভালো সুফল পাওয়া যায়। তাঁর মতে, প্রতিবছর বিশ্বের বড় বড় প্রতিষ্ঠান সমাজের কল্যাণে বিপুল অর্থ ব্যয় করে থাকে। এটি অবশ্যই প্রশংসনীয় কাজ। তবে অর্থ যদি তারা সামাজিক ব্যবসায় কাজে লাগায় তাহলে তার সুফল আরও বেশি পাওয়া যাবে এবং সমাজের জন্যও তা বেশি কল্যাণকর হবে।
গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান বলেন, বড় বড় প্রতিষ্ঠান যাদের শক্ত আর্থিক ভিত্তি রয়েছে, তারা অংশীদারির ভিত্তিতে সামাজিক ব্যবসা শুরু করতে পারে।

সামাজিক ব্যবসার সঙ্গে জড়িত সবার অপেক্ষা এখন অষ্টম বৈশ্বিক সম্মেলনের।