Studypress News

সাম্প্রতিক: ২০১৭ সালে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা থেকে ৩০টি প্রশ্ন ও উত্তর

15 May 2017

# প্রধানমন্ত্রীর ভারত সফরে কতটি চুক্তি ও সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়? 

উত্তরঃ চুক্তি ১১ টি ও সমঝোতা ২৪ টি।

# প্রধানমন্ত্রীর ভুটান সফরে কয়টি চুক্তি ও সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়?
উত্তরঃ ৩ টি চুক্তি ও ৪ টি সমঝোতা।

# ২০১৭ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কততম?

উত্তরঃ ১২৮ তম।

# মানব উন্নয়ন সূচকে বর্তমানে (২০১৬) বাংলাদেশের অবস্থান কততম?

উত্তরঃ ১৩৯ তম।

# মানব উন্নয়ন সূচকে শীর্ষ ও সর্বনিম্ম দেশের নাম কী কী?

উত্তরঃ শীর্ষ—নরওয়ে, সর্বনিম্ম—মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র।

# বর্তমানে দেশে উপজেলার সংখ্যা কত?

উত্তরঃ ৪৯১। (সর্বশেষ : লালমাই, কুমিল্লা)

# বর্তমানে দেশে পৌরসভার সংখ্যা কত? 

উত্তরঃ ৩২৭। (সর্বশেষ : চন্দনাইশ, চট্টগ্রাম)

# দেশের সর্বশেষ ২৭ তম গ্যাসক্ষেত্রের নাম কী? 

উত্তরঃ মোবারকপুর গ্যাসক্ষেত্র। (সুজানগর, পাবনা)

# বিশ্বে বাংলা ভাষার অবস্থান কততম? 

উত্তরঃ ৬ ষ্ঠ।

#  বঙ্গবন্ধুর আত্মজীবনীর দ্বিতীয় গ্রন্থের নাম কী? 

উত্তরঃ কারাগারের রোজনামচা। প্রকাশ : ১৭ মার্চ ২০১৭। প্রকাশক : বাংলা একাডেমি।

# কসোভোকে স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশ স্বীকৃতি দেয় কবে? 

উত্তরঃ ২৭ ফেব্রুয়ারি ২০১৭। 

# বাংলাদেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে? 

উত্তরঃ কে এম নূরুল হুদা। (১২ তম), শপথ ও দায়িত্ব গ্রহন করেন : ১৫ ফেব্রুয়ারি ২০১৭।

#  দেশের প্রথম নারী নির্বাচন কমিশনার কে? 

উত্তরঃ বেগম কবিতা খানম। শপথ ও দায়িত্ব গ্রহন করেন : ১৫ ফেব্রুয়ারি ২০১৭।

# বাংলাদেশের বর্তমান অর্থসচিবের নাম কী? 

উত্তরঃ হেদায়েতুল্লাহ আল মামুন। 

# বাংলাদেশ নৌবাহিনীতে সম্প্রতি সংযোজিত দুটি সাবমেরিনে নাম কী কী? 

উত্তরঃ বানৌজা নবযাত্রা ও বানৌজা জয়যাত্র। সংযোজিত হয় ১২ মার্চ ২০১৭ সালে ৪১ তম দেশ হিসেবে। 

# প্রথমবারের মত বাংলাদেশের জাতীয় ‘গণহত্যা দিবস’ পালিত হয় কবে? 

উত্তরঃ ২৫ শে মার্চ। (জাতীয় সংসদে প্রস্তাব গৃহীত হয় ১১ মার্চ আর অনুমোদিত হয় ২০ মার্চ)

# সিলেটের আতিয়া মহলে পরিচালিত জঙ্গিবিরোধী অভিযানের নাম কী? 

উত্তরঃ অপারেশন টোয়াইলাইট। শুরু হয় ২৫ শে মার্চ। 

.# ২০১৭ সালে কতজনকে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়? 

উত্তরঃ ১৫ জন বিশিষ্ট ব্যাক্তিকে ও একটি প্রতিষ্ঠান বিমান বাহিনীকে। 

# তেল-গ্যাস অনুসন্ধানের জন্য বাংলাদেশের সমুদ্রসীমাকে কতটি ব্লকে ভাগ করা হয়েছে? 

উত্তরঃ ২৬ টি ব্লকে। 

# জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন কবে অনুষ্ঠিত হয়? 

উত্তরঃ ১৭ জানুয়ারি ২০১৭। 
.

# “আন্তর্জাতিক নারী সাহসিকতা পুরস্কার” অর্জনকারী বাংলাদেশীর নাম কী? 

উত্তরঃ সারমিন আক্তার (ঝালকাঠী)।

# জাতিসংঘের বর্তমান মহাসচিব কে? 

উত্তরঃ আন্তোনিও গুতেরেস। দায়িত্বগ্রহন : ১ জানুয়ারি ২০১৭, দেশ : পর্তুগাল, ক্রম: নবম।

# বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কবে শপথ গ্রহন করেন? 

উত্তরঃ ২০ জানুয়ারি ২০১৭। যুক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট। (নির্বাচন অনুষ্ঠিত হয় ৮ নভেম্বর ২০১৭)

# যক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী যথাক্রমে কে কে? 
উত্তরঃ মাইক পেন্স, রেক্স টিলারসন ও জেমস ম্যাটিস।

# জার্মানির বর্তমান প্রেসিডেন্টের নাম কী? 
উত্তরঃ ফ্রাংক ওয়াল্টার স্টেইনমিয়া।

# সার্কের বর্তমান মহাসচিব কে? 
উত্তরঃ আমজাদ হোসেন সিয়াল, পাকিস্থান।

# বর্তমানে তেল উত্তোলনে শীর্ষ দেশ কোনটি? 
উত্তরঃ রাশিয়া।

# বর্তমানে গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ জাপান

# টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ইনিংসের মালিক কে? 
উত্তরঃ সাকিব আল হাসান। (২১৭ রান)

# বাংলাদেশের শততম টেস্ট কখন,কেথায় ও কোন দেশের বিরুদ্ধে অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ১৫ থেকে ১৯ মার্চ, পি সারা ওভাল স্টেডিয়াম, শ্রীলঙ্কার বিরুদ্ধে।

∎StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Sign up Now)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

Or, স্টাডিপ্রেসে আপনার রেজিস্ট্রেশন করা আছে কিন্তু "পাসওয়ার্ড " ভুলে গেছেন। তাহলে আপনার "ই-মেইল" ও "মোবাইল নম্বর" studypress FB page -এ Message পাঠান। নতুন পাসওয়ার্ড দেওয়া হবে।

 

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(০১৯১৭-৭৭৭০২১)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7

# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। ০১৯১৭৭৭৭০২১/০১৭১৯৪৩৪৮৮৫ আমাদের বিকাশ নাম্বার।

 

 

bcs, bcs exam, bcs exam bangladesh, bcs exam results, bcs exam question, bcs exam quesitons, bcs exam time table 2017, bcs exam 2017, bcs exam papers, bcs exam preparation, bcs exam preparation books, bcs exam requirements, bcs exam fees, bcs exam results portal, bcs exam result 2017, bcs exam results release date, bcs exam bangladesh 2017, bcs exam bangladesh syllabus, bcs exam bangladesh preparation, bcs exam bangladesh sample quesitons, bcs exam bangladesh rules, bcs exam question and answer, bcs exam question and answer 2016, bcs exam question and answer 2015, bcs exam question and answer 2017, bank job bangladesh 2017, bank job bangladesh circular, bank job bd circular, bank job bd guide বিসিএস, বিসিএস প্রস্তুতি, বিসিএস সিলেবাস, বিসিএস প্রশ্ন, বিসিএস বই ডাউনলোড, বিসিএস লিখিত পরীক্ষার বই, বিসিএস কি, বিসিএস পরীক্ষা, বিসিএস পুলিশ ক্যাডার, বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস, বিসিএস শিক্ষা ক্যাডার, বিসিএস প্রস্তুতি বই ডাউনলোড, বিসিএস প্রস্তুতি ৩৮, বিসিএস প্রস্তুতি রুটিন, বিসিএস প্রস্তুতির বই, বিসিএস প্রস্তুতি প্রশ্ন, বিসিএস প্রস্তুতি pdf, বিসিএস সিলেবাস ৩৭তম, বিসিএস সিলেবাস ৩৮তম, বিসিএস সিলেবাস ৩৬তম, বিসিএস সিলেবাস ৩৫তম, বিসিএস সিলেবাস pdf, বিসিএস সিলেবাস ডাউনলোড, বিসিএসের সিলেবাস, বিসিএস এর সিলেবাস, ৩৮তম বিসিএস এর সিলেবাস, ৩৮ তম বিসিএস ৩৮ তম বিসিএস প্রস্তুতি, ৩৮ তম বিসিএস সিলেবাস, ৩৮ তম বিসিএস কবে হতে পারে, ৩৮ তম বিসিএস প্রিলি প্রস্তুতি, ৩৮ তম বিসিএস পরীক্ষা, ৩৮তম বিসিএস প্রিলি, ব্যাংক জব প্রস্তুতি বই, ব্যাংক জব প্রশ্ন, ব্যাংক জব সার্কুলার ২০১৭, ব্যাংক জব ২০১৭, ব্যাংক জবের প্রস্তুতি, ব্যাংক জব কোচিং, ব্যাংক জব সিলেবাস, ব্যাংক জব সলুশন, ব্যাংক জব ভাইভা, ব্যাংক জব নিয়োগ