Studypress News
রেজওয়ানা চৌধুরী বন্যাকে বঙ্গভূষণ সম্মান
13 May 2017

রেজওয়ানা চৌধুরী বন্যাকে 'বঙ্গভূষণ' সম্মান দিচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
আগামী ২০ মে বিকালে কলকাতার নজরুল মঞ্চে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'বঙ্গবিভূষণ' ও 'বঙ্গভূষণ' পুরস্কার প্রদান করবেন বলে আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে।
'বঙ্গভূষণ' পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দেওয়া রাষ্ট্রীয় সম্মান। তাদের অবদানের স্বীকৃতি হিসাবে বিশিষ্ট ব্যক্তিত্বদের ২০১২ সাল থেকে এই সম্মান দেওয়া হচ্ছে। ২০১৫ সালে বাংলাদেশের প্রয়াত নজরুলসঙ্গীত শিল্পী ফিরোজা বেগমকে 'বঙ্গবিভূষণ' (মরণোত্তর) সম্মান দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার।
Important News

Highlight of the week
