Studypress News
ইমানুয়েল ম্যাক্রন ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট
09 May 2017
ইমানুয়েল ম্যাক্রন ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডানপন্থি মারিন লো পেনকে বড় ব্যবধানে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ম্যাক্রন।
তার রাজনৈতিক দলের নাম Association pour le renouvellement de la vie politique ("Association for the Renewal of Political Life") যাকে সংক্ষেপে বলা হয় En Marche! (বাংলায় চলন্ত)
বেসরকারি ফলাফলে ম্যাক্রন পেয়েছেন ৬৫ দশমিক ১ শতাংশ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মারিন লো পেন পেয়েছেন ৩৪ দশমিক ৯ শতাংশ ভোট।
ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ,
প্রধানমন্ত্রী বেরনাদ ক্যাজনভ,
সরকারিভাবে এই ফল ঘোষণা হবে আগামী ১০ মে। ফরাসি গণপরিষদের প্রেসিডেন্ট লরাঁ ফ্যাবিয়াস সেদিন ফল ঘোষণা করবেন। আগামী ১১ ও ১৮ জুন দেশটিতে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।