Studypress News
কারেন্ট অ্যাফেয়ার্স: এপ্রিল, ২০১৭
03 May 2017
১ এপ্রিল
# ঢাকায় পাঁচদিনব্যাপী ইন্টারপার্লামেন্টারি ইউনিয়নের (IPU) ১৩৬তম সম্মেলন শুরু।
২ এপ্রিল
# বাংলাদেশ ও মিয়ানমারের মাঝে পাঁচদিনব্যাপী সীমান্ত সম্মেলন ঢাকায় শুরু।
# ইকুয়েডরের প্র্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন লেনিন মোরেনো।
৪ এপ্রিল
# সিরিয়ার ইদলিব প্রদেশের বিদ্রোহী নিয়ন্ত্রিত ‘খান শেকুইন’ শহরে রাসায়নিক গ্যাস হামলায় শিশুসহ নিহত ৮৬।
৫ এপ্রিল
# পাঁচ দফা ঘোষণার মধ্য দিয়ে ইন্টারপার্লামেন্টারি ইউনিয়নের ১৩৬তম সম্মেলনের সমাপ্তি।
# উত্তর কোরিয়া জাপান সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়।
৬ এপ্রিল
# মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চি পিং এর মধ্যে প্রথমবারের মতো বৈঠক অনুষ্ঠিত।
৭ এপ্রিল
# চারদিনের সরকারি সফরে ভারতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৮ এপ্রিল
# বাংলাদেশ ও ভারতের মধ্যে ৬টি চুক্তি ও ১৬টি সমঝোতা স্মারক সই।
# ইউরোপের টিকে থাকা সর্বশেষ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ETA অস্ত্র সমর্পণ প্রক্রিয়া শুরু করে।
১১ এপ্রিল
# ইতালিতে (লুকা) দু’দিনব্যাপী জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শুরু।
১৩ এপ্রিল
# মাদার অব অল বোম্বস খ্যাত বিশ্বের সর্ববৃহৎ অপারমাণবিক বোমা আফগানিস্তানের নানগড়হর প্রদেশের পাকিস্তান সীমান্ত এলাকায় আইএস ঘাঁটিতে নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র।
১৬ এপ্রিল
# ঢাকার আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের নিজস্ব ভবনের উদ্বোধন করা হয়।
# আধুনিক তুরস্কের ইতিহাসে সবচেয়ে বড় সাংবিধানিক সংস্কারের প্রশ্নে আয়োজিত গণভোটে জয় পেয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান, যার মধ্য দিয়ে ২০২৯ সাল পর্যন্ত তাঁর ক্ষমতায় থাকার পথ তৈরি হলো। এই গণভোটে এরদোয়ানের সংস্কার প্রস্তাবের পক্ষে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৫১ দশমিক ৩৭ শতাংশ এবং ‘না’ ভোট পড়েছে প্রায় ৪৮ দশমিক ৬৩ শতাংশ।
১৭ এপ্রিল
# মুজিবনগর দিবস।
১৮ এপ্রিল
# প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনদিনের সরকারি সফরে ভুটান যান।
# প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভুটান সফরে তিনটি সমঝোতা স্মারক ও দুটি চুক্তি সই। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের অংশ হিসেবে কৃষি, ব্যবসা-বাণিজ্য ও সংস্কৃতি বিষয়ে এসব চুক্তি ও স্মারক সই হয়।
১৯ এপ্রিল
# বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের অবস্থান ৮৮তম। বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই বিশ্বের ৩৭টি দেশে ঢুকতে পারে। গ্লোবাল পাসপোর্ট পাওয়ার র্যাংক ২০১৭ সূচক থেকে এ তথ্য পাওয়া গেছে।
২০ এপ্রিল
# পর্যটনে বিশ্বের ১৩৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৫তম। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডাব্লিউইএফ) ‘ভ্রমণ ও পর্যটন প্রতিযোগিতা সূচক ২০১৭’ শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
২৪ এপ্রিল
# দেশের চতুর্থ বেসরকারি অর্থনৈতিক অঞ্চল হিসেবে লাইসেন্স পায় ‘বে অর্থনৈতিক অঞ্চল।’
২৬ এপ্রিল
# একদিনের সফরে ঢাকায় আসেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
২৭ এপ্রিল
# ডিজিটাল আইল্যান্ড মহেশখালী প্রকল্পের উদ্বোধন।
২৯ এপ্রিল
# মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতাগ্রহণের ১০০তম দিন উদযাপিত হয়।