Studypress News

অগ্রণী ব্যাংকে বিগত বছরে আসা বাংলা প্রশ্ন: দ্বিতীয় পর্ব (প্রায় ৩০০টি প্রশ্ন, উত্তরসহ)

03 May 2017

অগ্রণী ব্যাংক ২০১৩, ২০১১,২০১০

১) আইন-ই- আকবরী গ্রন্থটি - আবুল ফজলের

২) লোকসাহিত্য - লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া

৩) ভাষা আন্দোলনের ফলে সৃষ্ট প্রতিষ্ঠান - বাংলা একাডেমী

৪) বাংলা নাটকের পথিকৃৎ নাট্যকার - তারাচরণ শিকদার

৫) তিনটি বছর এখানে তিনটি - বিশেষ্য পদ

৬) দহন শব্দের বিশেষণ - দগ্ধ

৭) ইচ্ছা শব্দের বিশেষণ - ঐচ্ছিক
৮) কন্যা শব্দের অর্থ নয় - অলক

৯) নির্বন্ধ ও প্রথিত শব্দদ্বয়ের অর্থ যথাক্রমে - বিধান, বিখ্যাত

১০) উভয়কূল রক্ষা বোঝায় যে প্রবচনটি - সাপও মরে লাঠিও ভাঙ্গে না

১১) শুদ্ধ বানান - সৌজন্য, শুচিস্মিতা

১৩) যদি হয় সুজন, তেঁতুল পাতায় ন জন প্রবচনটির অর্থ - মিলে মিশে কাজ করলে অসম্ভবকে সম্ভব করা যায়

১৪) উন্নীত শব্দের বিপরীত - অবনমিত

 

১৫) তুমি আসবে বলে হে স্বাধীনতা যাঁর উক্তি - শামসুর রাহমান

১৬) দেওয়ানা মদিনা যে কাব্যের - ময়মনসিংহ গীতিকা

১৭) ধর্মের কল বাতাসে নড়ে কোন ধরনের প্রবাদ - নীতিকথামূলক

১৮) চারু ও অমল চরিত্রদ্বয় কোন গল্পের - নষ্টনীড়

১৯) সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি - যৌগিক বাক্য

২০) শুদ্ধ বানান - মনোমুগ্ধকর

২১) শুদ্ধ বাক্য - সকল সভ্য এখানে উপস্থিত ছিলেন

২২) তামার বিষ বাগধারার অর্থ - অর্থের কুপ্রভাব

২৩) শিরে সংক্রান্তি এর অর্থ - আসন্ন বিপদ

২৪) বাক্যের ক্ষুদ্রতম অংশকে বলে - শব্দ

২৫) সংশয় এর বিপরীত - প্রত্যয়

২৬) অনিল শব্দের অর্থ - বাতাস

২৭) শুদ্ধ বানান - সুষম

২৮) সংগীত এর সন্ধিবিচ্ছেদ - সম+গীত

২৯) বাঘের মাসি বাগধারার অর্থ - আরাম প্রিয় ব্যক্তি

৩০) দ্যা লিবারেশন অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতা - মেজর জেনারেল সুখওয়ান্ত সিং

৩১) ভুল বানান - মনকষ্ট

৩২) শুদ্ধ বাক্য - অনাবশ্যকীয় ব্যাপারে কৌতূহল ভালো নয়

৩৩) সঞ্চয়িতা কোন কবির রচনা - রবীন্দ্রনাথ ঠাকুর

৩৪) অপলাপ শব্দের অর্থ - অস্বীকার

৩৫) অলীক শব্দের বিপরীত - বাস্তব

৩৬) বচন যে বিষয়ের ধারণা দেয় - সংখ্যা

৩৭) অংশু শব্দের অর্থ - প্রভা

৩৮) অগ্নি-সহ শব্দের অর্থ - যা আগুনে পোড়ে না

৩৯) অধমর্ণ শব্দের অর্থ - ঋণী

৪০) পুণ্ড্রু শব্দের অর্থ - ইক্ষু

৪১) জাফরি শব্দের অর্থ - চৌকা ছিদ্রের বেড়া

৪২) হাত জুড়ানো বাগধারার অর্থ - স্বত্বি লাভ করা

৪৩) হাত ভারি বাগধারার অর্থ - কৃপণ

৪৪) অংশাংশি যে পদের - বিশেষ্য

৪৫) অনীক শব্দের অর্থ - সৈনিক

৪৬) শুদ্ধ বানান - আকৃষ্ট

৪৭) অংস শব্দের অর্থ - কাঁধ

৪৮) অছি শব্দের অর্থ - অভিভাবক

৪৯) কিরীট শব্দের অর্থ - মুকুট

৫০) অত্যহিত শব্দের অর্থ - অতি অনিষ্ট

৫১) কালাকাল শব্দের অর্থ - সুসময় ও দুঃসময়

৫২) হাত কামড়ানো বাগধারার অর্থ - আফসোস করা

৫৩) হাত জোড়া থাকা বাগধারার অর্থ - কর্মব্যস্ত থাকা

৫৪) হনহন শব্দটি যে পদের - অব্যয়

৫৫) শুদ্ধ বানান - অনুশাসন, গুণগ্রাহী, কনীনিকা

৫৬) পরকে প্রতিপালন করে যে - পরভৃৎ

৫৭) ইভদুর কপালে বাগধারার অর্থ - মন্দভাগ্য

৫৮) ঘাটের মরা - অতি বৃদ্ধ

৫৯) ভাষা ব্যবহারকারীর দিক থেকে পৃথিবীতে বাংলার স্থান - ৭ম( সূত্র : ইথনোলগ ২০১৩)

৬০) অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ - অহঃ +অহ

৬১) দৃষ্টান্ত শব্দের সন্ধি বিচ্ছেদ - দৃষ্টি + অন্ত

৬২) পুরাধ্যক্ষ এর সন্ধিবিচ্ছেদ - পুর+ অধ্যক্ষ

৬৩) ভাগ্যের দোহাই দেয়া বাগধারার অর্থ - কপালে হাত দেয়া

৬৪) সারেং বৌ উপন্যাসের চরিত্র - নবিতুন ও কদম সারেং

৬৫) Hybrid শব্দের পরিভাষা - সঙ্কর

অগ্রণী ব্যাংক ২০১০ রুপালী ব্যাংক ২০১৩,২০১০

১) সঠিক সন্ধি বিচ্ছেদ - সম্ +চয় =সঞ্চয়

২) পরষ্পর এর সন্ধি বিচ্ছেদ - পর্ + পর

৩) Indigenous এর অর্থ - স্বদেশী

৪) করেছে, করেছো, করেছেন- একই শব্দের তিনটি রুপ যে কারণে - মর্যাদাভেদ

৫) বাংলা গদ্যের জনক - ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর

৬) বর্জন এর সন্ধি বিচ্ছেদ - বৃজ+ অন

৭) কপাল গুতো কপাল ঠাকুর প্রবাদটির অর্থ - অযোগ্যের ভাগ্যগুনে বড় হওয়া

৮) বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন - চর্যাপদ

৯) সঠিক বানান - পুঙ্খানুপুঙ্খ

১০) Ill got ill spent এর অনুবাদ - পাপের ধন প্রায়শ্চিত্যে যায়

১১) ন্যায় শব্দের বিশেষণ - ন্যায্য
১২) শকুনি মামা অর্থ - কুচক্রী লোক

১৩) ষড়ঋতু শব্দের সন্ধিবিচ্ছেদ - ষট্ + ঋতু

১৪) সঠিক বানান - স্বায়ত্ত

১৫) কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই এ বাক্যটি যে গল্পের - জীবিত ও মৃত

১৬) আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে এটি যাঁর উক্তি - কুসুমকুমারীদাশ

 

১৭) এপিটাফ শব্দের অর্থ - সমাধি-লিপি

১৮) যে দুজন লেখক বাংলাদেশের বাইরে মৃত্যু বরণ করেন- রণেশ দাশগুপ্ত, হুমায়ূন আজাদ

১৯) ১৮৯৯ সালে যে দুজন কবি জন্মগ্রহণ করেন - নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ

২০) শামসু রাহমানের লেখা - নিজ বাসভূমে

২১) হাসান আজিজুল হকের উপন্যাস - আগুন পাখি

২২) ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত যাঁর উক্তি - সুভাষ মুখোপাধ্যায়

২৩) মধ্যযুগের কবি নন - কায়কোবাদ

২৪) কবি চন্দ্রাবতী যে অঞ্চলের মানুষ - কিশোরগঞ্জ

২৫) সত্যজিৎ রায়ের পিতামহের নাম - উপেন্দ্রকিশোর রায় চৌধুরী

২৬) মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস - একটি কালো মেয়ের কথা ( তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়)

২৭) পোখরাজ মানে - মনি বিশেষ

২৮) বকলম শব্দটি - আরবি

২৯) উত্তরণ এর বিপরীত শব্দ - অবতরণ

৩০) Scroll এর পরিভাষা - দাতা

৩১) সমার্থক শব্দজোড় - হয়, বাজী

৩২) ভুল বানান - লবন

৩৩) আরক্তিম এর ব্যাসবাক্য - ঈষৎ রক্তিম

৩৪) filing এর পরিভাষা - নথিভুক্তি

৩৫) অশুদ্ধ বিপরীত শব্দজোড় - শুষ্ক- রূক্ষ

৩৬) যে শব্দে দ্রুততার বিশিষ্টার্থ প্রয়োগ ঘটেছে - নাকে- মুখে

৩৭) কাঁচা পয়সা বাগধারাটির অর্থ - নগদ উপার্জন

৩৮) টো টো কোম্পানির ম্যানেজার প্রবচনের অর্থ - ভবঘুরে

৩৯)অনুসন্ধান শব্দে কয়টি উপসর্গ আছে - ২ টি

৪০) বিশেষ্য বিশেষণ শুদ্ধ জোড় - তাঁত- তেঁতো

৪১) অতি+অধিক= অত্যধিক

৪২) নদীর সমার্থক শব্দ নয় - উর্মিলহরী

৪৩) রবীন্দ্রনাথের লেখা নয় - প্রাগৈতিহাসিক

৪৪) current account এর পরিভাষা - চলতি হিসাব

৪৫) বঙ্কিমচন্দ্রের উপন্যাস নয় - বিপ্রদাস

৪৬) এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় যাঁর উক্তি - কবি হেলাল হাফিজ
৪৭) সাবিত্রীউপাখ্যান উপন্যাসের রচয়িতা - হাসান আজিজুল হক

৪৮) কুল কাঠের আগুন বাগধারার অর্থ - তীব্রজ্বালা

৪৯) যে গ্রন্থটি উপন্যাস - দিকারাত্রির কাব্য

৫০) টা,টি,টো,টুকুন শব্দাংশকে বলা হয় - পদাশ্রিত নির্দেশক

 

৫১) উইলিয়াম শেক্সপিয়ারের অনুবাদ গ্রন্থ - ভ্রান্তিবিলাস

৫২) শুদ্ধ বানান - ধস

৫৩) অনন্তর শব্দের অর্থ - অতঃপর

৫৪) স্বাতন্ত্র্য শব্দের বিশেষণ - স্বতন্ত্র

৫৫) রবীন্দ্রনাথের উপন্যাস - চতুরঙ্গ

৫৬) শরৎচন্দ্রের সৃষ্ট নারী চরিত্র - অভয়া, অন্নদা

৫৭) বসন্তকুমারী নাটক রচনা করেন - মীর মশররফ হোসেন

৫৮) সমোচ্চারিত শব্দ নয় - আধি- আঁধি

৫৯) দেউড়ি শব্দের বিপরীত শব্দ - খিড়কি

৬০) বাংলা একাডেমি বানান বিধি অনুযায়ী সঠিক বানান - বৈশাখি

৬১) অশুদ্ধ বানান - শূণ্য

৬২) অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? উক্তিটি - সুধীন্দ্রনাথ দত্তের

৬৩) বহুবচন জ্ঞাপক শব্দ নয় - বন

৬৪) পদ্মা মেঘনা যমুনা কার লেখা - আবু জাফর শামসুদ্দীন

৬৫) গায়ক শব্দের সন্ধি বিচ্ছেদ - গৈ+ অক

৬৬) কষ্টে নিবারণ করা যায় যা - দুর্নিবার

৬৭) সঠিক বানান - বিভীষিকা

৬৮) ছেঁড়া চুলে খোঁপা বাঁধা বাগধারার অর্থ - পরকে আপন করার চেষ্টা

৬৯) বাংলা ভাষার প্রথম ব্যাকরণবিদ - মনোএল ডি আস্ সুম্পাসাঁম
৭০) সঠিক বানান - ভদ্রোচিত

৭১) যার কিছু নেই - হ্রতসর্বস্ব

৭২) পদ্ধতি শব্দের সন্ধিবিচ্ছেদ - পদ্ + হতি

৭৩) রবীন্দ্রনাথ নজরুলকে উৎসর্গ করেন - বসন্ত নাটক

৭৪) শুদ্ধ বানান - সমীচীন

৭৫) ঢাকের কাঠি বাগধারার অর্থ - তোষামুদে

৭৬) সায়ন্তন শব্দের অর্থ - সন্ধ্যা

৭৭) গতানুগতিক এর সন্ধিবিচ্ছেদ - গত+ অনুগতিক

৭৮) সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই - চন্ডীদাস

৭৯) সারেং বউ কার লেখা - শহীদুল্লাহ কায়সার

৮০) স্বভাব কবি - গোবিন্দ চন্দ্র দাস

৮১) দ্যুলোক এর সন্ধি বিচ্ছেদ - দিব্ + লোক
৮২) শুক্তি শব্দের অর্থ - ঝিনুক

৮৩) সক্রিয় হওয়া অর্থ জ্ঞাপক শব্দ - ঔষধ ধরা

৮৪) সঠিক বানান - ধাঁধা

৮৫) চক্ষুদান করা অর্থ - চুরি করা

৮৬) চাবি - পর্তুগিজ শব্দ

৮৭) শুদ্ধ বানান - সৌজন্য

৮৮) সম্পূর্ণ রুপে বিবেচনা করা হয় নাই এমন এক কথায় - অসমাপ্ত
৮৯) অনিল শব্দের অর্থ - বাতাস

৯০) তামার বিষ বাগধারার অর্থ - অর্থের কুপ্রভাব

৯১) ব্যর্থ এর সন্ধি বিচ্ছেদ - বি+ অর্থ

৯২) যার কোন মূল্য নাই যে বাগধারার অর্থ - ঢাকের বাঁয়া

বাংলাদেশ কৃষি ব্যাংক ২০১৫ থেকে ২০১১

১) যৌগিক শব্দ - গায়ক

২) নিবৃত্তি শব্দির নি - তৎসম উপসর্গ

৩) বড় পিরীতি বালি বাঁধ! ক্ষণে হাতে দড়ি, ক্ষণেক চাঁদ - ভারত চন্দ্রের উক্তি

৪) মৌলিক শব্দ - গোলাপ

৫) শত্রুকে দমন করে যে - অরিন্দম

৬) সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত সুড়ঙ্গ একটি - নাটক

৭) নজরুলের প্রথম প্রকাশিত কবিতা - মুক্তি

৮) একই স্বরের পুনরাবৃত্তি না করে মাঝখানে স্বরধ্বনি যুক্ত হওয়াকে বলে - অসমীকরণ

৯) আদি স্বরের পরিবর্তন করে যুগ্নরীতিতে গঠিত শব্দ - চুপচাপ

১০) কৃৎ প্রত্যয়ের উদাহরণ - নাচ+ অন

১১) ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক - চন্দ্রকুমার দে

১২) বাংলা সাহিত্যে মুসলমান নাট্যকার রচিত প্রথম নাটক - বসন্তকুমারী

১৩) সন্ধারাগে ঝিলিমিলি ঝিলের স্রোতখানি বাঁকা যে কাব্যের কবিতাংশ - বলাকা

১৪) অরণ্যে রোদন না বলে বনে ক্রন্দন বললে বাক্যটি হারাবে - যোগ্যতা

১৫) আজ তোরা যাসনে ঘরের বাহিরে এখানে কি অর্থে অনুজ্ঞা - আদেশ

১৬) তুমি যদি যেতে ভালো হতো। বাক্যটিতে যেতে শব্দটি - নিত্যবৃত্ত অতীত

১৭) যোগরুঢ় শব্দ - পঙ্কজ

১৮) সংস্কৃত উপসর্গ রয়েছে যে শব্দে - অপমান

১৯) বত্রিশ সিংহাসন এর রচয়িতা - মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার

২০) বাংলা এবং মৈথিলী ভাষার সমন্বয়ে সৃষ্ট ভাষা - ব্রজবুলি

২১) তেজারত যে শব্দ - ফারসি
২২) অঘোষ ধ্বনি - ক

২৩) সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা - প্রত্যুদগমন

২৪) রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণ - গৌড়ীয় ব্যাকরণ

২৫) উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ যাঁর রচনা - শামসুর রাহমান

২৬) শর্বরী শব্দের অর্থ - রাত্রি

২৭) মেঘনাদ বধ কোন রসের কাব্য - করুন রস

২৮) ড় এবং ঢ় যে ধ্বনি - তাড়নজাত

২৯) শব্দ মধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করাকে বলে - সমীভবন

৩০) ধ্বনাত্মক দ্বিরুক্ত শব্দ - ঝম - ঝম

 

৩১) অর্থহীনভাবে প্রত্যয়যুক্ত শব্দ - মিঠাই
৩২) যে শব্দের লিঙ্গান্তর হয় না - ঢাকী

৩৩) এ ধ্বনির বিবৃত উচ্চারণ হয় যে শব্দে - খেমটা

৩৪) গেরাম যে জাতীয় শব্দ - অর্ধতৎসম

৩৫) বাবা শব্দটি - তুর্কি

৩৬) পাঞ্জেরী শব্দের অর্থ - আলোক বর্তিকা

৩৭) বাংলা ভাষায় পরাশ্রয়ী ধ্বনি - ৩টি

৩৮) শিশুটি মা মা বলে কাঁদছে এখানে মা মা দ্বিরুক্তিটি যে অর্থে - আগ্রহ

৩৯) ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য - নতুন শব্দ গঠন

৪০) কৃষ্ণ এর অর্ধতৎসম শব্দ - পুত্র
৪১) অপ শব্দটি অপকর্ম শব্দে যে অর্থে ব্যবহৃত হয়েছে - নিকৃষ্ট অর্থে

৪২) চর্যাপদ আবিষ্কৃত হয় - পাল শাসনামলে

৪৩) চাঁদ সওদাগর যে কাব্যের চরিত্র - মনসামঙ্গল

৪৪) মধ্যযুগের উল্লেখযোগ্য মুসলমান কবি - আলাওল

৪৫) বাংলা ভাষা ভাষার প্রথম দৈনিক পত্রিকা - সংবাদ প্রভাকর
৪৬) চতুর্দশপদী কবিতায় পংক্তি থাকে - ১৪ টি

৪৭) রবীন্দ্রনাথের রচনা - সোনার তরী, বলাকা, চিত্রা, শেষের কবিতা,চতুরঙ্গ

৪৮) তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি - যৌগিক বাক্য

৪৯) ভাষার মূল উপাদান - ধ্বনি

৫০) শুদ্ধ বানান - দূষণীয়

৫১) ব্রজবুলি বলতে বোঝায় - একরকম কৃত্রিম কবিভাষা

৫২) পদ্মা নদীর মাঝি একটি - উপন্যাস

৫৩) বাংলা নাটকের পথিকৃৎ - মধুসূদন দত্ত

৫৪) অভিরাম এর সমার্থক শব্দ - রমণীয়

৫৫) ফারসি শব্দ - পেরেশান

৫৬) পক্ব অর্থে প্রকাশ পায় - পাকা আম
৫৭) শুদ্ধ বানান - মুমূর্ষু

৫৮) অপাংক্তেয় এর বিপরীত - অতুলনীয়

৫৯) দুধের মাছি বাগধারার অর্থ - সুসময়ের বন্ধু

৬০) অভিধানে যে শব্দটি আগে আসবে - চাঁটি

৬১) এইসব দিনরাত্রি নাটকের রচয়িতা - হুমায়ূন আহমেদ

৬২) ক্ষুদার্ত এর সন্ধি বিচ্ছেদ - ক্ষুধা + ঋত

৬৩) বিষাদ সিন্ধু রচনা করেন - মীর মশাররফ হোসেন

৬৪) গাহি তাদের গান, ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান যে কবিতার অংশ - জীবন

বন্দনা ( কাজী নজরুল)
৬৫) সমুদ্র শব্দের সমার্থক নয় - স্রোতস্বিনী

৬৬) মৃগাঙ্ক শব্দটির অর্থ - চন্দ্র

৬৭) কচুবনের কালাচাঁদ বাগধারার অর্থ - অপদার্থ

৬৮) নীর ও নীড় শব্দ যুগলের অর্থ - পানি ও পাখির বাসা

৬৯) হিন্দি শব্দ - পানি

৭০) যে বাক্যে পা শব্দটি অবজ্ঞা অর্থে ব্যবহৃত - হাতের লক্ষ্নী পায়ে ঠেলো না
৭১) একাদশে বৃহস্পতি এর অর্থ - সৌভাগ্যের বিষয়

৭২) বনে বনে ফুল ফুটেছে এখানে ফুল - বহুবচন

৭৩) চালাক এর বিশেষ্য - চালাকী

৭৪) নাবিক শব্দের সন্ধিবিচ্ছেদ - নৌ+ ইক

৭৫) আজ রবিবার নাটকটির রচয়িতা - হুমায়ূন আহমেদ

৭৬) শুদ্ধ বাক্য - জ্ঞানী মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ

৭৭) পাণিনি ছিলেন - বৈয়াকরণিক
৭৮) বাংলাদেশের সাহিত্যাঙাগনে সব্যসাচী লেখক - সৈয়দ শামসুল হক

৭৯) শৈবাল দিঘীরে কহে উচ্চ করি শির লিখে রেখ, এক বিন্দু দিলেম শিশির এর মূল প্রতিপাদ্য -

অকৃতজ্ঞতা

৮০) কোন দ্বিরুক্ত সব্দ বহুবহন বোঝায় - পাকা পাকা আম

৮১) যতবড় মুখ নয় ততবড় কথা এখানে মুখ বলতে বোঝানো হয়েছে - শক্তি

৮২) অনিল শব্দের অর্থ - বাতাস

৮৩) পায়ে হেঁটে গমন করে না যে - প্লবক, ভুজঙ্গ
৮৪) কাগজ এর বহুবচন - কাগজগুলো

৮৫) ভানু এর প্রতিশব্দ নয় - শশী

৮৬) শুদ্ধ বাক্য - রাজা পাপিষ্ঠা রানীকে শাস্তি দিলেন

৮৭) ড.মুহাম্মদ শহীদুল্লাহর বড় পরিচয় - ভাষাতত্ত্ববিদ

৮৮) সূর্য দীঘর বাড়ি উপন্যাস রচনা করেন - আবু ইসহাক
৮৯) যে বাংলা পদের সাথে সন্ধি হয় না - অব্যয়

৯০) দুর্বল অর্থ প্রকাশ করে যে বাগধারাটি - ঊনপাঁজুরে

৯১) জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয় - বলাকা

৯২) হুমায়ুন আহমেদ এর মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস - জোছনা ও জননীর গল্প

৯৩) বাংলা সাহিত্যে আধুনিক পর্ব শুরু হয় - ১৮ শতকে

৯৪) একই সময়ের এর সমার্থক - যুগপৎ

৯৫) অব্যক্ত মধুর ধ্বনি - কলতান

৯৬) অমরাবতী এর বিপরীত শব্দ - নরক

৯৭) অশুদ্ধ বাক্য - বাংলাদেশ একটি উন্নতশীল দেশ

৯৮) বাংলা গদ্যের জনক - ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর

৯৯) আমার সোনার বাংলা গানটি জাতীয় সংগীত হিসেবে গৃহীত হয় - ৩ মার্চ ১৯৭১

১০০) একুশের গল্প এর রচয়িতা - জহির রায়হান

 

বিসিএস প্রিলি কোর্স+ব্যাংক ক্রাশ প্রোগ্রাম+৬ মাসের মেম্বারশিপ=৫০০ টাকা

অফারটি সীমিত সময়ের জন্য

বিসিএস প্রিলি কোর্স: ১২০ দিনের কোর্স+১২০টি মডেল টেস্ট+অধ্যায়ভিত্তিক আলোচনা+কুইজ+কারেন্ট অ্যাফেয়ার্স+এডিটরিয়ালের অনুবাদ

ব্যাংক ক্রাশ প্রোগ্রাম: ৪০ দিনের কোর্স+৪০টি মডেল টেস্ট+ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রায় ১৫০টি প্রশ্ন ও সমাধান+ফোকাস রাইটিং

****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।

StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Sign up Now)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(01917-777021)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7

# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার।

bcs, bcs exam, bcs exam bangladesh, bcs exam results, bcs exam question, bcs exam quesitons, bcs exam time table 2017, bcs exam 2017, bcs exam papers, bcs exam preparation, bcs exam preparation books, bcs exam requirements, bcs exam fees, bcs exam results portal, bcs exam result 2017, bcs exam results release date, bcs exam bangladesh 2017, bcs exam bangladesh syllabus, bcs exam bangladesh preparation, bcs exam bangladesh sample quesitons, bcs exam bangladesh rules, bcs exam question and answer, bcs exam question and answer 2016, bcs exam question and answer 2015, bcs exam question and answer 2017, bank job bangladesh 2017, bank job bangladesh circular, bank job bd circular, bank job bd guide

বিসিএস, বিসিএস প্রস্তুতি, বিসিএস সিলেবাস, বিসিএস প্রশ্ন, বিসিএস বই ডাউনলোড, বিসিএস লিখিত পরীক্ষার বই, বিসিএস কি, বিসিএস পরীক্ষা, বিসিএস পুলিশ ক্যাডার, বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস, বিসিএস শিক্ষা ক্যাডার, বিসিএস প্রস্তুতি বই ডাউনলোড, বিসিএস প্রস্তুতি ৩৮, বিসিএস প্রস্তুতি রুটিন, বিসিএস প্রস্তুতির বই, বিসিএস প্রস্তুতি প্রশ্ন, বিসিএস প্রস্তুতি pdf, বিসিএস সিলেবাস ৩৭তম, বিসিএস সিলেবাস ৩৮তম, বিসিএস সিলেবাস ৩৬তম, বিসিএস সিলেবাস ৩৫তম, বিসিএস সিলেবাস pdf, বিসিএস সিলেবাস ডাউনলোড, বিসিএসের সিলেবাস, বিসিএস এর সিলেবাস, ৩৮তম বিসিএস এর সিলেবাস, ৩৮ তম বিসিএস ৩৮ তম বিসিএস প্রস্তুতি, ৩৮ তম বিসিএস সিলেবাস, ৩৮ তম বিসিএস কবে হতে পারে, ৩৮ তম বিসিএস প্রিলি প্রস্তুতি, ৩৮ তম বিসিএস পরীক্ষা, ৩৮তম বিসিএস প্রিলি, ব্যাংক জব প্রস্তুতি বই, ব্যাংক জব প্রশ্ন, ব্যাংক জব সার্কুলার ২০১৭, ব্যাংক জব ২০১৭, ব্যাংক জবের প্রস্তুতি, ব্যাংক জব কোচিং, ব্যাংক জব সিলেবাস, ব্যাংক জব সলুশন, ব্যাংক জব ভাইভা, ব্যাংক জব নিয়োগ