Studypress News

লন্ডন থেকে প্রথম ট্রেন পৌঁছাল চীনে

30 Apr 2017

লন্ডন থেকে ১২ হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে একটি মালবাহী ট্রেন চীনের ওয়াইউ শহরে পৌঁছেছে।
যা বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম রেলপথে পরিণত হয়েছে। পশ্চিম ইউরোপের সঙ্গে বানিজ্য সংযোগ দৃঢ় করতে এখন পর্যন্ত এটা চীনের সবচেয়ে বড় উদ্যোগ। সরাসরি বানিজ্য যোগাযোগ শক্তিশালী করতে ২০১৩ সালে ‘ওয়ান বেল্ট, ওয়ান রোড’ নীতির ঘোষণা দেয় চীন।

লন্ডন চীন রেলওয়ে কর্পোরেশনের প্রস্তাবিত নতুন মালবাহী নেটওয়ার্কের আওতায় আসা পঞ্চদশ শহর। ইস্ট উইন্ড নামের ট্রেনটিতে হুইস্কি, শিশু খাদ্য, চিকিৎসা সরঞ্জাম এবং যন্ত্রাংশ বোঝাই ছিল। গত ১০ এপ্রিল লন্ডন থেকে রওয়ানা হওয়া ট্রেনটি ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি, পোল্যান্ড, বেলারুশ, রাশিয়া এবং কাজাখাস্তানের উপর দিয়ে ২০ দিনের সফর শেষে শনিবার চীনের পূর্বাঞ্চলের প্রদেশ জেজিয়াং এর ওয়াইউ শহরে পৌঁছায়।

রাশিয়ার বিখ্যাত ট্রান্স-সাইবেরিয়ান রেলপথের চাইতে লন্ডন-চীন রেলপথটি অধিক দীর্ঘ। বিশ্বের সবচেয়ে দীর্ঘ রেলপথ চীন-মাদ্রিদ লিংক। ২০১৪ সালে ১৩ হাজার কিলোমিটারের বেশি দীর্ঘ এই রেলপথটি খুলে দেওয়া হয়। জার্মানির সঙ্গেও চীনের সরাসরি রেল যোগাযোগ রয়েছে।