Studypress News
মহাকাশে সর্বোচ্চ সময় কাটালেন পেগি হুইটসন
30 Apr 2017
এর আগে মহাকাশে যারা গিয়েছেন তাদের মধ্যে তিনি সবচাইতে বয়স্ক নভোচারীদের খাতায় নাম লিখিয়েছেন।
সারা জীবনে এক বছরেরও বেশি সময় মকাকাশে কাটিয়েছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার নারী নভোচারী পেগি হুইটসন।
গত সপ্তাহে তিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গুরুত্বপূর্ণ একটি কাজে স্পেসওয়াকে অংশ নেন। এ সময় তিনি মহাকাশ স্টেশনটিতে একটি নতুন পার্কিং স্পট স্থাপন করেন।
এ নিয়ে ক্যারিয়ারে অষ্টমবার স্পেসওয়াক করলেন পেগি হুইটসন। নারীদের মধ্যে তিনিই এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছেন।
পেগি হুইটসনের সঙ্গে স্পেসওয়াকে অংশ নেন মহাকাশ স্টেশনটির কমান্ডার শেন কিমব্রো।
২০১৭ এর বসন্তে যখন পেগি পৃথিবীতে অবতরণ করবেন, তার অতিক্রান্ত মোট সময় হবে জেফ উইলিয়ামসের চাইতেও বেশি। জেফ উইলিয়ামসের মোট অতিক্রান্ত সময় হচ্ছে ৫৩৪ দিন ২ ঘন্টা। নাসা জানিয়েছে, শীঘ্রই মিশন শেষে তিনি পৃথিবীতে ফেরার কথা ছিল। তবে এ সময় আরও কয়েকমাস বাড়তে পারে।