Studypress News
নিজ দেশে তৈরী প্রথম রণতরী আনল চীন
30 Apr 2017
কোরীয় অঞ্চলে চলমান উত্তেজনার মধ্যেই দেশে তৈরি প্রথম বিমানবাহী রণতরী সাগরে ভাসাল চীন। ২৬ই এপ্রিল এই রণতরী নামাল দেশটি।
এর আগে ইউক্রেন থেকে বিমানবাহী রণতরী লিয়াওনিং কিনেছিল চীন। ধারণা করা হচ্ছে, ২০২০ সালের আগে এটি সামরিক বাহিনীর কাজে নিয়োজিত করা হবে না। আপাতত এটিকে 'টাইপ ০০১এ' নামে ডাকা হচ্ছে। নতুন এই রণতরীটি এর আগে সোভিয়েত ইউনিয়ন থেকে বানানো চীনের প্রথম রণতরী লিয়াওনিং থেকে সামান্য বড়। এর ওজন ৭০ হাজার টন। রণতরীটি ৩১৫ মিটার দীর্ঘ এবং ৭৫ মিটার প্রস্থ। ২০১৩ সালে নির্মাণকাজ শুরু করা এই রণতরী তৈরিতে পাঁচ বছর লাগল চীনের।