Studypress News

সকল নিয়োগ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ

26 Apr 2017

# মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত?

উ: ঢাকার আগারগাঁও( ১৬ এপ্রিল ২০১৭ উদ্ধোধন)
# ঐতিহাসিক মুজিবনগর দিবস কবে পালিত হয়?

উ: ১৭ এপ্রিল

# বিশ্বব্যাংকের মতে ২০১৭ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে কত?

উ: ৬.৮%
# ভুটানের বর্তমান প্রধানমন্ত্রী

উ: তেসেরিং তোবগে
# সাংগ্রাং কি?

উ: রাখাইনদের উৎসব
# ADB এর ৫০ তম বার্ষিক সভা অনুষ্ঠিত হবে কোথায়?

উ: ৪-৭ মে ২০১৭, জাপানে
# ADB কবে প্রতিষ্ঠিত হয়?

উ: ১৯৬৬ সালে


# ADB এর সদর দপ্তর কোথায়?

উ: ফিলিপাইনের ম্যানিলায়
# ADB এর সদস্য সংখ্যা কত?

উ: ৬৭ টি দেশ
# বাংলাদেশ ও ভুটানের মধ্যে কয়টি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরিত হয়?  

উ: ৩ টি; ২ টি চুক্তি  ( ১৮ এপ্রিল ২০১৭)
# নেপালের বর্তমান রাষ্ট্রপতির নাম?

উ: বিদ্যা দেবী ভান্ডারী
# নেপালের বর্তমান প্রধানমন্ত্রী?

উ: পুষ্প কমল দহল

# নেপালের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী কে?

উ: শরণ মাহাতো

# বিশ্ব ধরত্রী দিবস কবে পালিত হয়?

উ: ২২ এপ্রিল