Studypress News
সহকারী প্রোগ্রামার (নন-ক্যাডার) পদে (একাধিক পদে) নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও উত্তর - ২০১৭
18 Apr 2017
১। "রোগকে ঘৃণা করা যায়, রোগীকে কেন?" একথা কে বলেছেন?
উ. হুমায়ূন আহমেদ
২। 'কবর' কবিতাটি কার রচনা?
উ. জসীম উদদীন
৩। মাইকেলের 'বঙ্গভাষা' কোন ছন্দে রচিত?
উ. অক্ষরবৃত্ত
৪। নিম্নের কোনটি তৎসম শব্দ নয়?
উ. চামার (তদ্ভব)
৫। প্রত্যেক ভাষার মৌলিক অংশ কয়টি?
উ. চারটি
৬। হাতির ডাক কোনটি?
উ. বৃংহতি
৭। "আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি" কে লিখেছেন?
উ. রবীন্দ্রনাথ ঠাকুর
৮। "বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ" কোন কবি লিখেছেন?
উ. মোহাম্মদ মনিরুজ্জামান
৯। মঙ্গলকাব্যে কোন দেবীর কাহিনি আছে?
উ. মনসা দেবী
১০। 'ঐ চাকরীর আশা ছেড়েছি' - কোন অর্থ প্রকাশ পায়?
উ. হতাশা
১১। আবুল ফজলের 'রৈখাচিত্র'(হবে রেখাচিত্র) কোন ধরণের রচনা?
উ. আত্মজীবনী
১২। 'বাংলার মুখ' কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
উ. রূপসী বাংলা
১৩। কোনটি কন্যার সমার্থক নয়?
উ. অংশু
১৪। অমৃত শব্দের বিপরীত শব্দ?
উ. গরল
১৫। ধ্বনিতত্ত্ব ভেদে নিম্নের কোনটি ভিন্ন?
উ. হাত
১৬। প্রথম প্রকৃত বাংলা উপন্যাস কোনটি?
উ. দুর্গেশনন্দিনী
১৭। "মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণতূর্য" -কোন কবিতার চরণ?
উ. বিদ্রোহী
১৮। মহাকবি আলাওল কোন যুগের কবি?
উ. মধ্যযুগ
১৯। রবীন্দ্রনাথের কতো বছর বয়সে 'বনফুল' প্রকাশিত হয়?
উ. পনের বছর
২০। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়?
উ. ১৯৫৫
২১। বঙ্গদর্শন সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে?
উ. বঙ্কিমচন্দ্র
২২। 'মর নবে তুহুঁ মম শ্যাম সমান' কার লেখা?
উ. রবীন্দ্রনাথ
২৩। রূপক সমাসের উদাহরণ নয়?
উ. মোমবাতি
২৪। বীরবর কার ছদ্মনাম?
উ. প্রমথ চৌধুরী
২৫। বিদেশি উপসর্গ?
উ. গর
২৬। 'Farewell to Arms' is novel by-
উ. Earnest Hemingway
২৭। No one can ---- that he is clever.
উ. deny
২৮। Antonym the word 'Discreet'-
উ. Indiscreet
২৯। He was absent ----- the meeting.
উ. from
৩০। There is no free access ----- the Secretary's room.
উ. to
৩১। How far is the train station?
উ. Interrogative sentence
৩২। Synonym of the word 'poor' is-
উ. Destitute
৩৩। Author of 'Macbeth'-
উ. William Shakespeare
৩৪। He was helping me. passive form is-
উ. I was being helped by him.
৩৫। Give me ------ milk.
উ. a little
৩৬। Which one is an incorrect?
উ. I watched him eat
৩৭। Which is wrongly spelt?
উ. mankies
৩৮। The Meghna falls into ----- Bay of Bengal.
উ. the
৩৯। I shall ------ the sum before the teacher comes.
উ. have done
৪০। 'White Elephant' means
উ. very costly or troublesome
৪১। To be or not to be.... taken from?
উ. Hamlet
৪২। Which one is correct?
উ. They had arrived before we left.
৪৩। Today is ------ than yesterday.
উ. sunnier
৪৪। He has been studying ----- morning.
উ. since
৪৫। An adjective modifies -
উ. a noun
৪৬। He is "wiser" is-
উ. Comparative
৪৭। I found him guilty. Here 'guilty' is-
উ. Complement
৪৮। Plural of Sheep -
উ. Sheep
৪৯। 'Excuse me' is usually used to-
উ. draw attention
৫০। Having ------ me he has married again.
উ. forgotten
৫১। একটি বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পায়?
উ. ৯ গুণ
৫২। তারা মসজিদ কে নির্মাণ করেন?
উ. মির্জা আহমেদ খান
৫৩। শাপলা চত্বরের স্থাপতি-
উ. আজিজুল জলিল পাশা
৫৪। 'অসমাপ্ত আত্মজীবনী' কার লেখা-
উ. শেখ মুজিবুর রহমান
৫৫। ডায়াবেটিস রোগ সম্পর্কে যেটি সত্য নয়-
উ. চিনি জাতীয় খাবার খেলে
৫৬। আমাদের খাদ্য তালিকায় কমপক্ষে কতভাগ প্রাণিজ আমিষ থাকা দরকার?
উ. ১৫ ভাগ
৫৭। মানুষের হৃদপিন্ডে প্রকোষ্ঠ কয়টি?
উ. চারটি
৫৮। চিপসের প্যাকেটে কোন গ্যাস থাকে?
উ. নাইট্রোজেন
৫৯। বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ -
উ. একই হয়
৬০। ২০১৬ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর কততম শাহাদত বার্ষিকী?
উ. ৪১তম
৬১। কোন বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক ঘটে?
উ. ৭ম
৬২। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ -
উ. ১৫৩টি
৬৩। সার্ক প্রতিষ্ঠিত হয়-
উ. ১৯৮৫ সালে
৬৪। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার-
উ. কামরুল হাসান
৬৫। মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য 'স্বাধীনতা সংগ্রাম' কোথায়?
উ. ঢাকা বিশ্ববিদ্যালয়
৬৬। মুজিব নগরে কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল?
উ. ১০ এপ্রিল, ১৯৭১
৬৭। আন্তর্জাতিক পরিবেশ দিবস-
উ. ৫ জুন
৬৮। বাংলাদেশ সংবিধানের অভিভাবক -
উ. সুপ্রিমকোর্ট
৬৯। সূর্যদীঘল বাড়ি কার লেখা?
উ. আবু ইসহাক
৭০। IMF এর সদর দপ্তর-
উ. ওয়াশিংটনডিসি
৭১। জাপানের পার্লামেন্ট -
উ. ডায়েট
৭২। কোন মার্কিন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় ছিলেন?
উ. ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট
৭৩। ১-১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি?
উ. ২৫
৭৪। তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ১৪৩। ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল কত?
উ. উত্তর নেই / প্রশ্নে ভুল
৭৫। নিচের কোনটি মৌলিক সংখ্যা?
উ. ৫৯