Studypress News

কবি-গ্রন্থ মনে রাখার সহজ কৌশলঃ পর্ব ৪

18 Apr 2017

আল –মাহমুদের কাব্য, গল্প ও উপন্যাস মনে রাখার সহজ উপায়

কাব্যঃ কালের কলসে হারিয়ে যাওয়া লোক-লোকান্তরে প্রচলিত কাহিনী –বখতিয়ারের ঘোড়ায় সোনালী কাবিন চাপিয়ে আল-মাহমুদ এক চক্ষু হরিণ শিকার করেছিলেন

১। লোক লোকান্তরে

২। কালের কলস

৩। সোনালী কাবিন

৪। বখতিয়ের ঘোড়া

৫। একচক্ষু হরিণ

উপন্যাস: আগুনের মেয়ে সুন্দর পুরুষকে দেখে তার ডাহুকী রুপ ধারন করেছিল

১। ডাহুকী

২। আগুনের মেয়ে

৩। পুরুষ মেয়ে

গল্পঃ পানকৌড়ির রক্ত

 

দীনবন্ধু মিত্র রচিত নাটক ও প্রহসন সহজে মনে রাখার উপায়:

নাটক ও প্রহসন: নবীন জামাই কমল সধবারএকাদশীতে লীলাবতীকে নিয়ে নীলদর্পণ নাটক দেখলে এক বুড়ো তাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যায়।

প্রহসনঃ

১। বিয়ে পাগলা বুড়ো,

২। সধবার একাদশী

নাটক:

১। জামাই বারিক

২। লীলাবতী

৩। নবীন তপস্বিনী

৪। কমলে কাহিনী

৫। নীল দর্পণ

নীল দর্পণ – ঢাকা থেকে প্রকাশিত ১ম গ্রন্থ। মাইকেল মধুসূদন দত্ত নীলদর্পন নাটকটিকে ইংরেজীতে অনুবাদ করেন ১৮৬১ সালে। নাটকটি দেখতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চে জুতা ছুড়ে মেরেছিলেন

গিরিশচন্দ্র ঘোষ রচিত নাটক ও পৌরনিক নাটক সহজে মনে রাখার উপায়:

ঐতিহাসিক ও পৌরণিক নাটক: ছত্রপতি শিবাজীর মী-সি-লে রাবন পান্ডবকে বধ করে অ -জানা বনবাসে সীতাকে হরণ করলেন

ছত্রপতি শিবাজী

১। মী – মীরজাফর

২। সি –সিরাজদ্দৌলা

৩। লে- লক্ষণবধ

৪। রাবনবধ

৫। পান্ডব গৌরব

৬। অভিমন্যু বধ ও সীতা হরণ – পৌরণিক

৭। জনা