Studypress News

গুরুত্বপূর্ণ সীমারেখা

17 Apr 2017

# ম্যাজিনো লাইন: জার্মান আক্রমণ থেকে রক্ষা পাবার জন্য ফ্রান্স কর্তৃক জার্মান-ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারখা।

# ওডেরনিস লাইন: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি ও পোল্যান্ডের মধ্যে নিরুপিত সীমারেখা।

# হিন্ডারবার্গ লাইন: জার্মান ও পোল্যান্ডের সীমানা চিহ্ণিতকরণ রেখা।

# ডুরান্ড লাইর: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা চিহ্ণিতকরণ রেখা।

# ম্যাকমোহন লাইন: ভারত ও চীনের মধ্যে সীমানা চিহ্ণিতকরণ রেখা।

# র‍্যাডক্লিফ লাইন: ১৯৪৭ সালে স্যার সাইরিল র‍্যাডক্লিফ কর্তৃক ভারত ও পাকিস্তানের মধ্যে চিহ্ণিত সীমারেখা। এই লাইন বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী সীমারেখা।

# লাইন অব কন্ট্রোল: ভারত ও পাকিস্তানের সীমান্তবর্তী রেখা।

# লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল: চীন ও ভারতের সীমান্তবর্তী রেখা।

# সনোরা লাইন: যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সীমানা চিহ্ণিতকরণ রেখা।

# গ্রিন লাইন: ১৯৪৮ সালে আরব-ইসরাইল যুদ্ধের সময় ইসরাইল কর্তৃত প্রতিষ্ঠিত সীমারেখা।