Studypress News
১৪তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি: ৯
17 Apr 2017
বাংলাঃ
১. বাংলা বর্ণমালায় মোট বর্ণ কতটি?
৫০
২. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত?
৭টি
৩. অর্ধ-মাত্রার স্বরবর্ণ কয়টি?
১ টি
৪. বাংলা ভাষায় কয়টি যৌগিক স্বরবর্ণ রয়েছে?
২ টি
৫. ভাত কোন ধরনের শব্দ?
তদ্ভব
ইংরেজিঃ
১. Fraility the name is women. Here Fraility is:
a noun
২. What is the noun of ‘innocent”?
innocence
৩. The adjective of the word ‘Accident’ is ---
accidental
৪. What is the adjective of ‘purify’?
pure
5. The charity of Hatem Tai is known to all. The word ‘charity’ is--
abstract noun
গণিত :
১. টাকায় ৩টি জিনিস ক্রয় করে, টাকায় ২টি জিনিস বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
৫০%
২. একজন দোকানদার ৫টি লেবু যে দামে কেনে, ৪টি লেবু সেইদামে বিক্রি করে। তার শতকরা কত লাভ হবে?
২৫%
৩. এক ব্যক্তি একটি দ্রব্য ১২০০ টাকায় কিনে ১৫% লাভে বিক্রয় করল; ক্রেতা ঐ দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে ৫% ক্ষতিতে বিক্রয় করল। শেষ বিক্রয়মূল্য কত ছিল?
১৩১১ টাকা
৪. একটি কলম ২৫ টাকায় বিক্রয় করলে যে ক্ষতি হয়, ৩৫ টাকায় বিক্রয় করলে তত লাভ হয়। উহার ক্রয়মূল্য কত?
৩০ টাকা
৫. একটি দ্রব্য ৫০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হলে, কত টাকা লাভ হয়?
১০০ টাকা