Studypress News
সেকেন্ডে ৪০ জিবি ডাউনলোড ক্ষমতার ওয়াই-ফাই
17 Apr 2017
ওয়াইফাই সিস্টেমটিকে আরও শক্তিশালী করল বিজ্ঞানীরা যা আগের তুলনায় ১০০গুণ বেশি শক্তিশালী৷ যা একসঙ্গে অনেকগুলো ডিভাইসে কাজ করতে পারবে কোনওরকম বাধাবিঘ্ন ছাড়াই৷ ইনফ্রারেড রশ্মির সাহায্যে এই ইন্টারনেটের স্পীড বাড়ানো হয়েছে৷ যা কোনওরকম কোনও ক্ষতিও করবেনা।
নেদারল্যান্ডের ইনধোভেন ইউনিভার্সিটি অফ টেকনোলজির কয়েকজন বিজ্ঞানী দীর্ঘদিন ধরে পরীক্ষা-নিরীক্ষা করে এই ওয়াইফাইটির আবিষ্কার করেন৷ যা সেকেন্ডে ৪৪জিবি/সেকেন্ডে স্পীড দিতে সক্ষম৷ দ্রুত গতির এ ওয়াই-ফাই দিয়ে সেকেন্ডে ৬০টি মুভি ডাউনলোড করা যেতে পারে।
বিজ্ঞানীরা জানিয়েছেন, বাড়িতে ওয়ারলেস ডিভাইসের সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে৷ এর ফলে একাধিক নেটওয়ার্কের কানেকশন এক জায়গা থেকে নেওয়ার ফলে ইন্টারনেটের স্পীড কমে যাচ্ছে৷ যা ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে বিরক্তির কারণ হয়ে দাড়িয়েছে৷
এই নতুন সিস্টেমটি খুবই সস্তা এবং সহজেই এটির ব্যবহার করা যাবে৷ ছাদের উপরে থাকা লাইট অ্যান্টেনার মাধ্যমে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে এটির ব্যবহার করা হয়ে থাকে।