Studypress News

অগ্রণী ব্যাংক সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষার প্রস্তুতি (কম্পিউটার ও তথ্য প্রযুক্তি)

16 Apr 2017

# বিশ্বের কোন দেশ প্রথম 3-G প্রযুক্তি চালু করে?

উ: জাপান।

# বিশ্বের কোন দেশ প্রথম 4-G প্রযুক্তি চালু করে?

উ: দক্ষিণ কোরিয়া; ২০০৬ সালে।

# বর্তমানে ইন্টারনেট ব্যবহারে শীর্ষ দেশ

উ: চীন।

# HAL 9000 কি ?

উ: একটি অত্যাধুনিক কম্পিউটার।

# কম্পিউটারের কার্সর কি ?

উ: কার্সর হলো একটি ছোট আলোকরেখা ।

# বাইট কি ?

উ: কতগুলো বিট একত্রে যখন কোন অংক, বর্ণ বা বিশেষ চিহ্নকে প্রকাশ করে তখন তাকে বাইট বলে। কম্পিউটারের মেমোরিও বাইট দিয়ে পরিমাপ করা হয় ।

# বিট ও বাইটের মধ্যে সম্পর্ক কি?

উ: ৮ বিট বিশিষ্ট শব্দকে বাইট বলে। অর্থাৎ ১ বাইট = ৮ বিট।

# ১ কিলোবাইট সমান কত বাইট ?

উ: ১০২৪ বাইট ।

# ১ মেগাবাইট= কত বাইট ?

উ: ১০২৪ কিলোবাইট ।

# ১ গিগাবাইট= কত বাইট ?

উ: ১০২৪ মেগাবাইট ।

# ইনফরমেশন বা তথ্যের ক্ষুদ্রতম একক কি ?

উ: ডাটা

# ডাটা প্রসেসিং কি ?

উ: ডাটাকে ব্যবহারযোগ্য ইনফরমেশন বা তথ্যে পরিণত করা ।

# মাল্টিমিডিয়া কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় ?

উ: বিনোদন, শিক্ষা, ইন্টারনেট, প্রকাশন, মেডিক্যাল, ভার্চুয়াল রিয়েলিটি ইত্যাদি ক্ষেত্রে ।

# কম্পিউটার চালু করলে কোন অংশ প্রথম কার্যকর হয় ?

উ: কম্পিউটারের রেজিস্টার অংশ প্রথম কার্যকর হয়

# ব্লগ (Blog)কি?

উ: অনলাইন জার্নাল বা ওয়েবসাইট।

# ফ্লিকার (Flicker)কি?

উ: ছবি শেয়ারিং সাইট।

# স্পাম (Spam) কি?

উ: অনাকাঙ্ক্ষিত ই-মেইল।

# e-book-এর জনক কে?

উ: মাইকেল স্টার্ন হার্ট, যুক্তরাষ্ট্র