Studypress News
প্রাইমারী শিক্ষক নমুনা প্রশ্ন ঃ পর্ব ২
16 Apr 2017
১. 'পার হইয়া' এর চলতি রূপ কোনটি?
1)পেরিয়ে
2)পার হয়ে
3)পার হইয়্যা
4)পরিয়ে
২. বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠীর সদস্য?
1)অস্ট্রিক
2)দ্রাবিড়
3)ইন্দো-ইউরোপীয়
4)ভোটটনীয়
৩. সুর্যোদয় : সুর্যাস্ত : সকাল :?
1)রাত্র
2)সন্ধ্যা
3)বিকাল
4) গোধূলী
৪. সাধুভাষার বৈশিষ্ট্য কোনটি?
1)গুরুচণ্ডাল
2)গুরুগম্ভীর
3)অবোধ্য
4)দুর্বোধ্য
৫. মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনি সমষ্টিকে বলে-
1)বর্ণ
2)শব্দ
3)বাক্য
4)ভাষা
৬. গীতাঞ্জলি কার রচিত গ্রন্থঃ
1)মাইকেল মধুসূদন দত্ত
2)রবীন্দ্রনাথ ঠাকুর
3)সত্যেন্দ্রনাথ দত্ত
4)কাজী নজরুল ইসলাম
৭. বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে?
1)ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায়
2)উইলিয়াম কেরী
3)নাথিয়েল ব্রাসি হ্যালহেড
4)ড. মুহাম্মদ শহীদুল্লাহ
৮. 'আবোল-তাবোল' কার লেখা:
1)সুকুমার রায়
2)সুকান্ত ভট্টাচার্য
3)অক্ষয় কুমার বড়াল
4)সত্যজিৎ রায়
৯. কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন কোনটি?
1)২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ
2)২৫ বৈশাখ ১২৯৮ বঙ্গাব্দ
3)২৫ বৈশাখ ১২৭৬ বঙ্গাব্দ
4)কোনোটিই নয়
১০. হুমায়ূন আজাদের গ্রন্থ কোনটি?
1)শঙ্খনীল কারাগার
2)নূরজাহান
3)হিমু
4)লাল নীল দীপাবলী
১১. Fill in the blank with appropriate use of tense:
I couldn’t mend the computer myself, so I _________ at a shop.
1)had it mended
2)had it mend
3)did it mend
4)had mended
১২. So I have been living in Dhaka ____ 2000.
1)since
2)from
3)after
4)till
১৩. Teacher said, “The earth __ round the sun.”
1)moves
2)moved
3)has moved
4)will be moving
১৪. Which one is present perfect tense?
1)I am walking
2)I was walking
3)I have been walking
4)I have walked
১৫. You had better ____ the offer.
1)Than
2)welcomed
3)accept
4)Accepted
১৬. Which one is present perfect tense?
1)I am reading
2)I have read
3)I read
4)I have been reading
১৭. Choose the correct sentence:
1)I have been lived here since five years
2) I am living here for five years
3)I have been living here for five years
4) I live here for five years
১৮. He has been ill---Sunday last.
1)From
2)in
3)since
4)with
১৯. I –working for two hours.
1)Am
2)have
3)had been
4)have been
২০. It seemed that-----
1)the day will never end
2)the day would never end
3)the day never ends
4)the day never ended
২১. শতকরা বার্ষিক যে হারে কোন মুলধন ৬ বছরে সুদে মূলে দিগুণ হয়, সেই হারে কত টাকা সুদেমূলে ৪ বছরে ২০৫০ টাকা হবে?
1)১২২৫
2)১২৩০
3)১২৪০
4)১২৪৫
২২. √2 কোন ধরনের সংখ্যা?
1)মুলদ
2)অমুলদ
3)স্বাভাবিক
4)প্রকৃত
২৩. নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?
1)১৩
2)২৩
3)২৯
4)৩৯
২৪. ৩০ থেকে ৮০ এর মধ্যাবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান কত?
1)৩৫
2)৪২
3)৪৮
4)৫৫
২৫. একটি শ্রেণীতে ১০ জন ছাত্রের প্রত্যেককে তার সহপাঠির সংখ্যার সমান চাঁদা দিলে মোট চাঁদা উঠবে কত টাকা?
1)৫০
2)৮০
3)৯০
4)১০০
২৬. ১০% মুনাফায় ৩০০০ টাকা এবং ৮% মুনাফায় ২০০০ টাকা বিনিয়োগ করলে মুনাফার শতকরা -
1)৯%
2)৯.২%
3)৮%
4)৮.২%
২৭. যদি ডালের দাম ২৫% বৃদ্ধি পায়, তবে ডালের ব্যবহার কি হারে কমালে ডালের জন্য খরচের কোনো পরিবর্তন হবে না?
1)২০%
2)২৫%
3)১৫%
4)৩০%
২৮. ১ এর ১০% কত?
1)০.১
2)○.○১
3)১০
4) ১.১
২৯. ৯০ কোন সংখ্যার ৬০% ?
1)১৫০
2)১৬০
3)১৪০
4)১৮০
৩০. কোন দ্রব্যের মূল্য ৬% বেড়ে গেলে, ঐ দ্রব্যের ব্যবহার কি পরিমান কমালে ঐ দ্রব্যের জন্য ব্যয় বৃদ্ধি পাবে না?
1)৬%
2)৬.৬৬%
3)৫.৬৬%
4)৫.৩৩%
৩১. The basic GSM is based on ____________________ traffic channels.
1)connection oriented.
2)connection less.
3)packet switching.
4)circuit switching.
৩২. A WAN typically spans a set of countries that have data rates less than ……………. Mbps.
1)2
2)1
3)4
4)100
৩৩. সমন্বিত বর্তনী (IC) কোন প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত হয়?
1)১ম প্রজন্মের
2)২য় প্রজন্মের
3)৩য় প্রজন্মের
4) ৪র্থ প্রজন্মের
৩৪. Twitter এর উদ্ভাবক কে?
1) মার্ক জুকার বার্গ
2) উলিয়াম অ্যাসেঞ্জ
3) বিল গেটস
4) জ্যাক ডরসি
৩৫. বাংলাদেশের ভিতরে ভারতের কয়টি ছিটমহল ছিল?
1)৫৫ টি
2)১১০ টি
3)১১৪ টি
4)১১১টি
৩৬. গারো পাহাড় কোন জেলায় অবস্থিত?
1)ময়মনসিংহ
2)কুমিল্লা
3)বান্দরবান
4)মৌলভীবাজার
৩৭. মালেশিয়ার মুদ্রার নাম কি?
1)রিংগিত
2)বাথ
3)পেসো
4)ইয়েন
৩৮. AIIB- তে সর্বাধিক শেয়ার কোন দেশের?
1)রাশিয়া
2)বাংলাদেশ
3)ভারত
4)চীন
৩৯. লাইন অব কন্ট্রোল- কোন দুটি দেশের মধ্যে?
1)ভারত-পাকিস্তান
2)ভারত-চীন
3)ভারত-বাংলাদেশ
4)পাকিস্তান-আফগানিস্তান
৪০. বিশ্বের সর্ববৃহৎ মালবাহী জাহাজের নাম কি?
1)দ্য গ্লোব
2)দ্য লিডার
3)গ্লোব ভান
4)কোনটিই নয়
উত্তরঃ
1-2
2-3
3-3
4-2
5-4
6- 2
7-3
8-1
9-1
10-4
11-1
12-1
13-1
14-4
15-3
16-2
17-3
18-3
19-4
20-2
21-2
22-2
23-4
24-3
25- 3
26-2
27-1
28-1
29-1
30-3
31- 1
32-2
33-3
34-4
35-4
36-1
37-1
38-4
39-1
40-1