Studypress News

১৪তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি: ৮

16 Apr 2017

বাংলাঃ

১. লিঙ্গান্তর হয় না। এমন শব্দ কোনটি?

কবিরাজ

২. কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করতে হয়?

কবি

৩. পোস্টাল কোড কী নির্দেশ করে?

পোস্ট অফিসের নাম

৪. বাংলা একাডেমী কোন সালে প্রতিষ্ঠিত হয়েছে?

১৯৫৫ খ্রিস্টাব্দে

৫. গমন শব্দের মূল ধাতু কোনটি?

গম

ইংরেজিঃ

১. The greater the demand – the price.

the higher

২. I thought that----

He is as good as I

৩. Dhaka is becoming one of the _ cities in Asia.

busiest

৪. The man was accused ______ murder

of

৫. When you make a promise, you must not go—on it.

back

সাধারণ জ্ঞান :

১. সবচেয়ে বড় দিন কোনটি?

২১ জুন

২. সবচেয়ে বেশি সময় মহাশূন্যে কাটানো নভোচারী কোন দেশের?

রাশিয়া

৩. নেটওয়ার্ক সম্প্রসারণ করা ও দুটি ভিন্ন নেটওয়ার্ক এর মধ্যে সংযোগ ঘটাতে কি ব্যবহার করা হয়-

রাউটার

৪. '৬৭-পি' কি?

ধূমকেতু

৫. 'মালালা ৩১৬২০১' কি?

গ্রহাণু